সর্বশেষ

সংবাদমূল্য কী? What is News Value?

সংবাদ-মূল্য বা News Value

আমাদে চারপাশে অজস্র ঘটনা ঘটে চলেছে। এর সব কিছুর মধ্যেই কোনো না কোনো মানবগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এ কারণে আমার মতে, পৃথিবীর তাবৎ ঘটনার মধ্যে সংবাদের উপাদান সুপ্ত থাকে। সাংবাদিক বা প্রতিবেদককে এই ঘুমন্ত সংবাদকে খুঁজে বের করতে হয়।
তাহলে সব ঘটনাকে সংবাদ হিসেবে জায়গা দেয়া কি সম্ভব? না। কারণ সংবাদমাধ্যমের ধারণক্ষমতা, পাঠক-শ্রোতা-দর্শকের সময়, সংবাদ সংগ্রহের জন্য বিপুল জনবলের সংমিশ্রণ সম্ভব নয়। সে কারণে সব ঘটনার মধ্যেই সংবাদ লুকায়িত থাকলেও সব ঘটনা সংবাদ নয়। আমরা মজার ছলে বলতে পারি,

সকল সংবাদই ঘটনা, কিন্তু সব ঘটনাই সংবাদ নয়। 

তাহলে কী আসলে সংবাদ-মূল্য নির্ধারণ করে? সিকান্দার ফয়েজের মতে, " ঘটনাটি সংবাদ কি-না, পাঠককে আকৃষ্ট করতে পারছে কি-না, পাঠক সংবাদটি পড়তে আগ্রহী হবে কি হবে না, এ সব কিছু নির্ভর করে ঐ ঘটনাটির সংবাদ-মূল্য বা News-value কতটা তার উপর।" (সংবাদকোষ, ২০০৬)।

তিনি এ ক্ষেত্রে সংবাদ মূল্য নির্ধারণের চারটি শর্ত বিবেচনা করার কথা বলেছেন। 
১। সময়োপযোগীতা (Timelines) 
২। গুরুত্ব (Importance) 
৩। নৈকট্য (Proximity)
৪। আকার (Size)
মনে রাখার জন্য তোমরা TIPS এই শব্দটি মনে রাখতে পারো।

লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে সন্ত্রাসীরা হত্যা করেছে। এটি বাংলাদেশের গণমাধ্যমে ভীষণ গুরুত্বপূর্ণ সংবাদ কারণ নিহতদে মধ্যে ২৬ জন বাংলাদেশের (নৈকট্য) নাগরিক, যেটি ১৬ কোটি বাংলাদেশী ও প্রবাসীদের জন্য মূল্যবান সংবাদ। নিহতরা যদি সিরিয়ার বা ইরাকের বা লিবিয়ার হতো তা অন্যান্য দিনের মত সাধারণ আন্তর্জাতিক সংবাদ হতো বাংলাদেশের প্রেক্ষাপটে।  আবার ধরো, পৃথিবীর সর্ববৃহৎ ভবন বুর্জ খলিফা, বা সবচেয়ে বড় শরনার্থী শিবির উখিয়া (আকার) এগুলোর মধ্যে সংবাদ-মূল্য রয়েছে। 

যদি আমেরিকায় ৫০ জন সাইক্লোনে মারা যায় আর বাংলাদেশে ১০ জন মারা যায় তবে বাংলাদেশের জন্য ১০ জনই গুরুত্বপূর্ণ। 

আর সংবাদ তাৎক্ষণিকভাবে প্রকাশ হতে হয়। তা না হলে এর গুরুত্ব হ্রাস পায়, মূল্য কমে যায়। ধরা যাক, করোনার এই লকডাউনেও শিকদার গ্রুপের রন ও দীপু শিকদার ও মোর্শেদের দেশ ছেড়ে পলায়নের সংবাদটি এক বছর পরে এলো। এই মুহূর্তে এটি গরম খবর। ১ বছর পরে প্রকাশ হলে? তখন কিন্তু এর সংবাদ-মূল্য হ্রাস পাবে, বরং কেন এতদিন এ বিষয়টি গোপন থাকলো সেটির সংবাদ-মূল্য বৃদ্ধি পাবে।

এই হচ্ছে সহজ করে সংবাদ-মূল্য। এগুলো ছাড়াও আমার মতে, সংবাদের যে সব উপাদান যেমন, ফলাফল, মানবিক আবেদন, সংঘর্ষ, অভিনবত্ব ইত্যাদিও মূল্য নির্ধারণ করে। ইদানীং ফেসবুকে কোনো সংবাদটি বেশি আলোচিত হচ্ছে তাও মূল্য নির্ধারণে ভূমিকা রাখছে। তবে একাডেমিকরা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনাকে সংবাদ-মূল্য পরিমাপের মানদণ্ড করতে পরামর্শ দেননি। আমরা নয়া প্রজন্ম আমাদের মিথস্ক্রিয়ার গুরুত্ব দিয়ে একে আলোচনায় আনতে পারি।

সবাই ভালো থেকো।

#সংবাদ #সংবাদমূল্য #NewsValue #News #JournalismStudy
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments