দেখবো সমুদ্র নৃত্য দুচোখ ভরে
স্নাত হৃদয়ে প্রলয়োল্লাস করে!
নীল জলের ছোঁয়ায় ভিজতে চলো/মোরা যাই
এক ঝাঁক কচি প্রাণ জীবনের গান গাই
বন্ধু,সাগরের গর্জন শুনেছো,ডাকছে মায়ায়?
চলে এসো,মিশে যাই ঢেউয়ে সমদ্র খেয়ায়।
শিক্ষা,দীক্ষা,হৈচৈ,আনন্দ ভ্রমণ
হাসিমুখ,সুখদুখ,দলবেঁধে সমুদ্র গমন।
চলো বন্ধু,হৃদয়কে বড় করি সমুদ্রের ন্যায়
নোনা জল তৃপ্ত আমাদের ছোঁয়ায়।
টগবগে তারুণ্য অভিমুখে সমুদ্র
পেছনে পড়ে থাকে চৈত্রের সূর্য
0 Comments