সর্বশেষ

একই জল

নোনা জল
.......................
সমুদ্রের নীল জল আমাকে টানে,
অসীম মায়া ডাকে ঈশারায়,
অবিরত আসা ঢেউ সব স্মৃতির মরচে তুলে ফেলে,
কখনো বিপুল গর্জনে ছটফট হত্‍পিন্ড
দূর জলরাশিকে ভীষণ কাঁদায় ।

কখনো নিঃসীম ভালবাসা একাকার,
কখনো রাত্রিতে এক প্রকাণ্ড কান্নার ধ্বনি
বেজে ওঠে;আছড়ে ফেলে যত স্বপ্নীল যন্ত্রণা,
আমি আর সাগর বসে থাকি পাশাপাশি,
আমি আর সাগর চেয়ে থাকি মুখোমুখি,

দুজনেরই চোখ দিয়ে একই জল ঝরে,নোনা জল।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments