জাবির ৩ ছাত্রীকে আজীবন বহিষ্কার
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩ নারী শিক্ষার্থীকে প্রথম বর্ষের আরেক নারী শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেতে আজীবন বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একটি নিয়মিত সভার এ সিদ্ধান্ত প্রকাশ করা হয় । গত
২১জুলাই ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকাল ৪টায় বসা
সিন্ডিকেটে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।
আজীবন বহিষ্কৃত ছাত্রীরা হচ্ছেন বিশ্ববিদ্যালয়েরশেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী রেজওয়ানা, রাফিয়া ও নিতু।বহিষ্কৃত ৩ জনই মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের এবং বিশ্ববিদ্যালয়ের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী ।
প্রসঙ্গত,বিগত ১৮ জুলাই এই ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের ৪৩ তম আবর্তনের
শিক্ষার্থী মমতাজ আক্তার অন্তরা উপাচার্য বরাবর র্যাগিংয়ের অভিযোগ করেন। অভিযোগ তদন্তকারী সূত্রে জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার রাত ১২ টার দিকে অভিযুক্ত শিক্ষার্থীরা
অন্তরাকে তাদের রুমে যেতে বলে।কিন্তু তার পরীক্ষা থাকার কারণে ঐদিন
যেতে পারেনি বলে পরেরদিন শুক্রবার সকালে তার ২ সহপাঠির মাধ্যমে তাকে
আবারও ডাকানো হলে শেখ হাসিনা হলে যান অন্তরা।এসময় অনাকাঙ্খিত র্যাগিংয়ের
স্বীকার হন তিনি।
#.......
এমআইআর
0 Comments