সর্বশেষ

বসন্ত আসিয়াছে ভালবাসা লয়ে


প্রতি বছরের ন্যায় এ বছরও বসন্ত এসেছে বাংলাদেশে। ১৪২২ এর প্রাকৃতিক রাজা এসে এখন চলে যায় প্রায়। রবীন্দ্রোত্তর সাহিত্যে বসন্তকে বলা হয় ঋতুরাজ। বাংলা মাসের ফাল্গুন ও চৈত্র এ দুটি মাস নিয়ে বসন্ত আসে।

বসন্ত এলে বাংলার আকাশ ও বাতাস নয়া সৌন্দর্যের ডানা মেলে দেয়।শীতের রুক্ষতাকে বিদায় বলে প্রাণ ফিরে পায় প্রকৃতি।পাতাঝরা পরিবেশের মধ্যে অপার্থিব সৌন্দর্যের আভা ছড়িয়ে যায়।মৃদু বসন্ত বাতাসে প্রাণে জাগে ভালবাসা,ভাল রাখা ও ভাল লাগার শিহরণ।চারপাশে মোহ ছড়ায় ফাল্গুনের মায়ার আগুন।প্রাণের শূণ্যতা পূরণের জন্য হাহাকার জাগে প্রতিটি হৃদয়ে।ঠিক এই সময়ের অনুভূতি বর্ণনা করতেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন,কি জানি কিসেরও লাগি প্রাণ করে হায় হায়!
বসন্তে বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়টিও নবরূপে সাজে।প্রাকৃতিক সৌন্দর্যের এ লীলাভূমিতে স্বর্গ নেমে আসে বসন্তে।পরিবহন চত্ত্বর থেকে সোজা শহীদ মিনার পর্যন্ত পিচঢালা রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে বিবর্ণ ঝরা পাতা ।তা পাড়িয়ে পথ চলতেই অপার্থিব বাতাস লাগে গায়।হৃদয়ে ওঠে অজানা ঢেউ । বেরসিকের মনেও হঠাত্‍ প্রিয় মানুষের কথা চলে আসে।বসন্তের এতোটাই শক্তি।প্রতি বছর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বসন্তকে বরণ করা হয় জাবিতে।বাংলা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান হয় বিশ্ববিদ্যালয়ের রোমান্টিক ও বন্ধুত্ত্বে মুখরিত মহুয়াতলায়।
এই বসন্তে বাংলাদেশে আসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ১৩৫৯ সালের ৮ ফাল্গুন রক্ত দিয়েছিল সালাম-বরকত-রফিক।আবার এই ফাল্গুনের প্রথম দিনেই আসে স্বরসতি পূজা।সাম্প্রদায়িক মেলবন্ধনের এ পূজা এ বছর প্রথমবারের মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন উদযাপন করে।আবার এই ফাল্গুনেই আসে ইংরেজি ১৪ ফেব্রুয়ারি যেখানে ভালবাসা দিবস উদযাপিত হয়।এই ফাল্গুনেই এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে শহীদ হয় কাঞ্চন,দিপালীরা।এই বসন্তেই মেতে ওঠে বাঙালি প্রেম ও প্রতিরোধে। এদিকে এই বসন্তেই জাবির সাংবাদিকতা বিভাগ
দেয়ালিকা উন্মোচনের পর প্রিয় শিক্ষকদের সঙ্গে আমরা
তার ইতিহাসের প্রথম শিক্ষাসফর ভিত্তিক দেয়ালিকা সুতীর্থে সতীর্খ এর উন্মোচন করে।সব মিলিয়ে এটা নির্দ্বিধায় বলা যায়, বসন্ত অনাবিল প্রাপ্তি ও আনন্দ নিয়ে আমাদের জীবন রাঙাতে আসে বিচিত্র রঙে, বিচিত্র ভালবাসার আভায়।
বসন্ত আসুক আমাদের মাঝে ।বসন্ত থাকুক আনন্দ সাজে ।বাংলাদেশে বসন্তের বাসন্তী রাঙা অনুভূতি বারো মাস থাকুক এটাই কামনা । সবাই প্রাণ খুলে গেয়ে উঠুক-
বসন্ত বাতাসে সই গো,বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে'
সবাইকে আবারো বসন্তের শুভেচ্ছা।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments