এ দেশটা কার ?
এ দেশের পুলিশ কী দেশের জনগণের জন্য নয় ?
আজ সকালে আশরাফুল শাস্তি লঘুকরণের জন্য শত শত দেশপ্রেমিক তরুণদের মানবন্ধন পুলিশি তান্ডবের মুখে থেমে গেছে । এই দেশের প্রশাসনও কী ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য সদা প্রস্তুত থাকে ? যে ভাবে থাকে মিডিয়া ?
লাল সবুজ পতাকায় যারা দাগ লাগতে দিতে চায়না সেইসব তরূণদের বিসিবি কার্যালয়ের সামনে অবস্থান ভারতপ্রেমী নির্লজ্জদের চোখে যে শূল বিধে দেয় ।
পুলিশ মূর্খের মত বলেছে,মানববন্ধনের জন্য না কী অনুমতি নেওয়া হয়নি । আরে ফুলিশ কথাবার্তা!মানববন্ধন তাও আবার পরিপূর্ণ অরাজনৈতিক তাতেও অনুমতি লাগে?এই প্রথম জানলাম।
আর জানলাম,এ দেশে বাংলাদেশপন্থীদের দুর্দিন এখন ।
৯.৬.২০১৩
এ দেশের পুলিশ কী দেশের জনগণের জন্য নয় ?
আজ সকালে আশরাফুল শাস্তি লঘুকরণের জন্য শত শত দেশপ্রেমিক তরুণদের মানবন্ধন পুলিশি তান্ডবের মুখে থেমে গেছে । এই দেশের প্রশাসনও কী ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য সদা প্রস্তুত থাকে ? যে ভাবে থাকে মিডিয়া ?
লাল সবুজ পতাকায় যারা দাগ লাগতে দিতে চায়না সেইসব তরূণদের বিসিবি কার্যালয়ের সামনে অবস্থান ভারতপ্রেমী নির্লজ্জদের চোখে যে শূল বিধে দেয় ।
পুলিশ মূর্খের মত বলেছে,মানববন্ধনের জন্য না কী অনুমতি নেওয়া হয়নি । আরে ফুলিশ কথাবার্তা!মানববন্ধন তাও আবার পরিপূর্ণ অরাজনৈতিক তাতেও অনুমতি লাগে?এই প্রথম জানলাম।
আর জানলাম,এ দেশে বাংলাদেশপন্থীদের দুর্দিন এখন ।
৯.৬.২০১৩
0 Comments