সর্বশেষ

নৈরাশ্যের বেড়াজালে

নৈরাশ্যের বেড়াজালে-
চোখ ঘোলাটে আমার,হৃদয় কম্পমান ধীক্কারের ভয়ে
ঈনিডের অপ্রত্যাশিত তরবারীর মত প্রাপ্ত ভালবাসা
কর্পূরের গন্ধ ছড়াচ্ছে;
এখন একরাত নির্ঘুম থাকলে ঘুম আর আসেনা,
এক বার ঘুম এলে ঘুম আর ভাঙেনা
নৈরাশ্যের সুদৃঢ় বেড়াজালে-
স্যাঁতস্যাঁতে হৃদয় স্মরণি,যেখানে একসময় গল্পের বসন্ত আসতো।

নৈরাশ্যের বেড়াজালে-
তোমার নরম হাত আজ কঠিন
আর্দ্র দৃষ্টিতে সীসা ঝরে অনবরত
আমার গ্রাফিনের মত ইচ্ছে কেটে ফেলে
এক বার,তিন বার ও তেইশ বার
মরণ খরায় মাথালবিহীন এক বর্গা চাষীর মত
আমার গা দিয়ে ঝরে ফুরাতের রক্তজল।
নৈরাশ্য আমাকে বন্দি করেছে
বিষাদের খাঁচায়
তোমার সপ্তযন্ত্রে বেঁচে থাকার কথা না
তাও তো আছি,
কি যেন দেখার অপেক্ষায়.......
মনে হয় কারো আগুন নেভাতে নৈরাশ্যে আমি শীতল।
[শুভ হোক সকলের মধ্যাহ্ন]
৯.০৬২০১৪
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments