তারেক মাসুদকে আমি চিনি।তাঁর 'রানওয়ে' সিনেমাটিই যথেষ্ট তাঁকে চিরস্মরণীয়
করতে।আধুনিক বাংলাদেশের যতগুলো চলচ্চিত্র ভাবনার উদ্রেক করে তার মধ্যে
রানওয়ে অন্যতম।একজন আলিয়া মাদরাসা থেকে দাখিল পাশ করা নিম্ন মধ্যবিত্ত
রুহুলের জীবন দিয়ে সমগ্র বাংলাদেশকে ফুটিয়ে তোলার প্রাণান্তর চেষ্টা তারেক
মাসুদের অনবদ্য সৃষ্টি।এ দেশে গজিয়ে ওঠা ধর্মান্ধদের স্বরূপ তুলে ধরতে
চেষ্টার ত্রুটি করেননি তিনি।গভীরভাবে শ্রদ্ধা করছি এ ব্যক্তিকে।মিশুক
মনিরের চলে যাওয়া এটিএন নিউজের জন্য অপূরণীয় ক্ষতির কারণ।এই দুই ব্যক্তিকে
হারানো আমাদের কথিত শিক্ষিত সমাজের জন্য বড় দুঃখের একটি ঘটনা।তবে এটাও সত্য
তাঁরা গণসম্পৃক্ত ছিলেন না।সাধারণের দুয়ারে পৌঁছানোর আগেই তাঁরা এ
পৃথিবীকে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিদায় জানান।তাঁদের আত্মার প্রশান্তি কামনা
করি।
13.08.2015+1
13.08.2015+1
0 Comments