আহত অতীতের উপর ভর দিয়ে জীর্ণ বর্তমান চীরে আমি ভবিষ্যতের পৃথিবীতে
এসেছি।তার অবস্থা করুণ।এখানে মানুষ চারপেয়।নিজেকে ছাড়া আর কারো ছায়া কেউ
চেনেনা।মানুষ মানুষের রক্ত খায়,তা দিয়ে গোসল করে।রক্তই পুঁজি।পৃথিবীর সব
প্রাণী বিলুপ্ত।মানুষই পশু।একে অপরের সাপেক্ষে বার্বিকিউ ।
বিভত্স ভবিষ্যতের গায়ে পা দিয়ে ধাক্কার পর আমি ফের বর্তমানে ফিরে আসি।মুখোশের প্রাচুর্যে এখানে আগের মত দোপেয় দোহাতিদের কলরবে মুখর।ভবিষ্যত্ পৃথিবী নিয়ে চিন্তিত ব্যক্তিদের এক হাতে টেবিলে চাপড় আর অন্য হাতে স্বয়ংক্রিয় মারণাস্ত্র।প্রতিটি ফাইলের নিচে ভবিষ্যত্ হত্যার নীল নকশা।কোটি কোটি দগ্ধ দেহের কবরের ঠিকানা।
বিভত্স ভবিষ্যতের গায়ে পা দিয়ে ধাক্কার পর আমি ফের বর্তমানে ফিরে আসি।মুখোশের প্রাচুর্যে এখানে আগের মত দোপেয় দোহাতিদের কলরবে মুখর।ভবিষ্যত্ পৃথিবী নিয়ে চিন্তিত ব্যক্তিদের এক হাতে টেবিলে চাপড় আর অন্য হাতে স্বয়ংক্রিয় মারণাস্ত্র।প্রতিটি ফাইলের নিচে ভবিষ্যত্ হত্যার নীল নকশা।কোটি কোটি দগ্ধ দেহের কবরের ঠিকানা।
আমি ঘৃণা,ভয় ও হতাশায় বর্তমানকে উপেক্ষা করে আহত অতীতের দিকে চলতে
চাইলাম।আমার জ্বালানী শেষ।অসম্পূর্ণ বর্তমানে অতীতকামী হয়ে আমার বেসামরিক
মৃত্যু হয়।এই মৃত্যুর কোন শ্রাদ্ধ বা কুলখানী হয়না।জানাজাবিহীন হাঁটছি।লোকে
লাশ খুঁজে পায়না।শুধু কর্পূরের গন্ধে নাক সিঁটকায়।
16.08.2015
16.08.2015
0 Comments