এত ফেলেছি চোখের পানি তোমার জন্য
একা,প্রকাশ্যে বা নির্জনে যে
আর্কটিকের সমস্ত বরফ গললেও তার ধারেকাছে যাবেনা...
একা,প্রকাশ্যে বা নির্জনে যে
আর্কটিকের সমস্ত বরফ গললেও তার ধারেকাছে যাবেনা...
নীল,
কি আর চেয়েছিলাম বিশ্বাস ছাড়া?
একটু পাশাপাশি হাঁটা আর তুলার মাংশে মাথা রাখা,
এইটুকুই পারলেনা-কত অযুহাত দিয়েও
এক সন্ধ্যায় তোমার বুক ভরে যায় স্যাভলনের গন্ধে !
তারপর থেকে আমি নিরন্তর কেঁদেই চলেছি.....
19.08.2014
কি আর চেয়েছিলাম বিশ্বাস ছাড়া?
একটু পাশাপাশি হাঁটা আর তুলার মাংশে মাথা রাখা,
এইটুকুই পারলেনা-কত অযুহাত দিয়েও
এক সন্ধ্যায় তোমার বুক ভরে যায় স্যাভলনের গন্ধে !
তারপর থেকে আমি নিরন্তর কেঁদেই চলেছি.....
19.08.2014
0 Comments