ক্রুদ্ধ বাংলা ক্ষমা করেনি !!
পিশাচের উল্লাস,
পিশাচ দিয়ে করেছে শেষ ।
যে জীবন কারাগারে,সেনাক্যাম্পে ও পাকিস্তানের নাপাক ভূমিতে বিলীন হয়েছিল একটি স্বপ্ন গড়তে:
বাংলা তখনো হয়ে ওঠেনি দেশ,
উচ্চস্বরে গর্বভরে বাঙালি হয়নি কেউ !!
ইতিহাস বিনির্মান করলে তুমি ।
আত্মহারা বিভ্রান্তরা স্বাধীনতার সুখস্মৃতিকে
বিস্মৃত করে দিলো-
সদ্য ফোঁটা ফুলের অগ্রমূল ছিঁড়ে !
ডালিম,ফালিম,বজলুল,
কুচক্রী রশীদ,
সাবেক মেজর দপ করে নিভিয়ে ফেলল
তোমার ইতিহাস,তোমার জীবন ।
তখন রাত ছিল ।
তখন ভোর ছিল ।
মুয়াজ্জিন আজানের প্রস্তুতি নিচ্ছিল ।
দিনটি আগস্টের ১৫ তারিখ ।
তোমার গড়া ধরায় তোমাকে
দিলনা থাকতে !
ভালো ছিলনা,ওরাও ভালো নেই...
ক্রুদ্ধ বাংলা ক্ষমা করেনি !!
পিশাচের উল্লাস,
পিশাচ দিয়ে করেছে শেষ ।
বেহায়ার মত খুনী প্রেতাত্মারা আনাচে কানাচে;
শোকের মাতম নেই,মিথ্যা উচ্ছ্বাসে,
মেতে আছে নির্লজ্জভাবে।
তাকিয়ে দেখা যায়,
গণদেবতারা হা-হুতাশ করছে,
প্রাণের পিতা নেই,
প্রকৃতি কাঁদছে,
ভিজেছে বাংলা আজো ।
১৫ আগস্ট, ২০১২
পিশাচ দিয়ে করেছে শেষ ।
যে জীবন কারাগারে,সেনাক্যাম্পে ও পাকিস্তানের নাপাক ভূমিতে বিলীন হয়েছিল একটি স্বপ্ন গড়তে:
বাংলা তখনো হয়ে ওঠেনি দেশ,
উচ্চস্বরে গর্বভরে বাঙালি হয়নি কেউ !!
ইতিহাস বিনির্মান করলে তুমি ।
আত্মহারা বিভ্রান্তরা স্বাধীনতার সুখস্মৃতিকে
বিস্মৃত করে দিলো-
সদ্য ফোঁটা ফুলের অগ্রমূল ছিঁড়ে !
ডালিম,ফালিম,বজলুল,
কুচক্রী রশীদ,
সাবেক মেজর দপ করে নিভিয়ে ফেলল
তোমার ইতিহাস,তোমার জীবন ।
তখন রাত ছিল ।
তখন ভোর ছিল ।
মুয়াজ্জিন আজানের প্রস্তুতি নিচ্ছিল ।
দিনটি আগস্টের ১৫ তারিখ ।
তোমার গড়া ধরায় তোমাকে
দিলনা থাকতে !
ভালো ছিলনা,ওরাও ভালো নেই...
ক্রুদ্ধ বাংলা ক্ষমা করেনি !!
পিশাচের উল্লাস,
পিশাচ দিয়ে করেছে শেষ ।
বেহায়ার মত খুনী প্রেতাত্মারা আনাচে কানাচে;
শোকের মাতম নেই,মিথ্যা উচ্ছ্বাসে,
মেতে আছে নির্লজ্জভাবে।
তাকিয়ে দেখা যায়,
গণদেবতারা হা-হুতাশ করছে,
প্রাণের পিতা নেই,
প্রকৃতি কাঁদছে,
ভিজেছে বাংলা আজো ।
১৫ আগস্ট, ২০১২
0 Comments