সর্বশেষ

বাংলাদেশ ও বঙ্গবন্ধু


শেখ মুজিব ও বাংলাদেশ মিলেমিশে একাকার
এই কথাটি মেনে নিতে দিলের মধ্যে ব্যথা কার?
চোখটি খুলে তাকায় দেখ বাংলাদেশও কাঁদতেছে
বঙ্গবন্ধু খুন হওয়ায় দেশ ও জাতি হারতেছে।
২।
শুরুতেই শেষ করতে পশুরা সব চাইছিল
বঙ্গবন্ধুর ভালবাসার পরিণতি এই ছিল
বিশ্বাস করে ঠকছে মুজিব এমন কথা ভাইবোনা
জনম ভরে মাতম করলেও পিতারে আর পাইবানা
যেই তোমাদের লাগি মুজিব জীবনটা ভর খাটলো
সেই তোমাদের সন্তানেরা বাংলাদেশরে মারলো
বাংলাদেশের কাছে শোনো তার অপর নামটি
'শেখ মুজিবুর রহমান' ছাড়া উত্তর দেবে কোনটি?
৩।
মুজিব মুজিব চিত্‍কারে বাংলাদেশটা কারে ডাকে
কখনো কি জানতে চাইছো,দেশটা খুঁজে ফেরে যাকে?
সাত মার্চের মহাকবির কবিতার নাম বাংলাদেশ
দোহাই লাগে দেশটারে গলাটিপে কইরোনা শেষ
জনক হত্যার দায় এড়াতে কুসন্তানরা পারবেনা
যত চেষ্টা করুক তারা ইতিহাসতো ছাড়বেনা
আজ হোক কাল হোক মুজিব আবার আসবে
কোটি কোটি সন্তান বুকে বাংলাদেশটা হাসবে ।
[বাংলাদেশ ও বঙ্গবন্ধু-৫।এটি একটি গান হিসেবে লিখিত]
১৫.০৮.২০১৬
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments