এই শরতে এই ভরাটে
সন্ধ্যাটাকে দেখো
এই শরতে এই বরাতে
সঙ্গটাকে রেখো
যতই কষ্ট হোকনা পষ্ট আগুন রঙটা মেখো ।
এই শরতে এই মরাতে
বাঁচার ইচ্ছা আছে
এই শরতে এই ঝরাতে
আসবো দুজন কাছে
আগুনরাঙা ফাগুনজাগা পাখি প্রেমের গাছে।
এই শরতে এই খরাতে
আঁচল নিয়ে আসো
এই শরতে দুখ সরাতে
অনেক ভালবাসো
প্রেমের ফসল তুলবো মোরা আনন্দে আজ ভাসো।
শরত্ শরত্
তুমি আর আমি
শরত্ শরত্
প্রেম আর প্রেমী।
19.08.2015
বাঁচার ইচ্ছা আছে
এই শরতে এই ঝরাতে
আসবো দুজন কাছে
আগুনরাঙা ফাগুনজাগা পাখি প্রেমের গাছে।
এই শরতে এই খরাতে
আঁচল নিয়ে আসো
এই শরতে দুখ সরাতে
অনেক ভালবাসো
প্রেমের ফসল তুলবো মোরা আনন্দে আজ ভাসো।
শরত্ শরত্
তুমি আর আমি
শরত্ শরত্
প্রেম আর প্রেমী।
19.08.2015
0 Comments