ঘটনা আজ দুপুরের এবং ঘটছে আমার সাথে।ক্লাস করে বটতলায় খাওয়ার জন্য
গেলাম।একটা খাবারের দোকানের ভেতর বসা দেখলাম মিঠুন,আইমান,ফয়েজ খান ও থুই
চিং কে।সবার সামনে প্লেট,গ্লাস,জগ।সবাই বসে আমার আর মওদুদের দিকে তাকাচ্ছে
আর ব্যাটা থুইচিং কেবল খেয়েই যাচ্ছে।ঐ দোকানের দিকে হেঁটে গিয়ে দিলাম থুই
চিংয়ের ঘাড় আর মাথা বরাবর ঠাস ঠাস করে দুইটা চড়।বললাম,আমারে না নিয়ে খাওযা
শেষ?
ভাতের প্লেট থেকে মাথা উঠায়ে থুই চিং আমার দিকে বিব্রতভঙ্গীতে তাকালো।আমি তাকালাম অন্যদের দিকে।ওরা মুখ চেপে হাসছে।কমপক্ষে দশ সেকেন্ড নিরবতা!
'সরি ভাই',লজ্জিত হয়ে আমি নিরবতা ভাঙলাম।দূর থেকে আপনাকে আমি থুই চিং ভাবছি।লোকটা বুঝলো ঝামেলাটা।
আসলে হইছে কি,লোকটা পাশ দিয়ে থুইচিংয়ের মত দেখতে প্রায়।এই ভ্যাবাচ্যাকা খাওয়া অভিজ্ঞতা আগে কোনদিন হয়নি।একাধিকবার সেই ভাইয়ের কাছে ক্ষমা চাইছি।তিনি মুচকি হেসে বলছেন,আরে ঠিকাছে ভাইয়া।সঙ্গত কারণে তাঁর নাম গোপনীয় থাকবে আজীবন।
19.08.2015
ভাতের প্লেট থেকে মাথা উঠায়ে থুই চিং আমার দিকে বিব্রতভঙ্গীতে তাকালো।আমি তাকালাম অন্যদের দিকে।ওরা মুখ চেপে হাসছে।কমপক্ষে দশ সেকেন্ড নিরবতা!
'সরি ভাই',লজ্জিত হয়ে আমি নিরবতা ভাঙলাম।দূর থেকে আপনাকে আমি থুই চিং ভাবছি।লোকটা বুঝলো ঝামেলাটা।
আসলে হইছে কি,লোকটা পাশ দিয়ে থুইচিংয়ের মত দেখতে প্রায়।এই ভ্যাবাচ্যাকা খাওয়া অভিজ্ঞতা আগে কোনদিন হয়নি।একাধিকবার সেই ভাইয়ের কাছে ক্ষমা চাইছি।তিনি মুচকি হেসে বলছেন,আরে ঠিকাছে ভাইয়া।সঙ্গত কারণে তাঁর নাম গোপনীয় থাকবে আজীবন।
19.08.2015
0 Comments