সর্বশেষ

রক্তকান্না


..........
আমার গ্রীলবিহীন জানালা দিয়ে বৃষ্টিকে দেখিছি..
একি, এ কি হচ্ছে বৃষ্টির নামে !
হলুদ পরিবেশে রক্ত ঝরছে আসমান থেকে
আমার মনক্ষতনির্গত রক্তকান্না এভাবে কবে বাষ্পীভূত হয়েছে
সে কথা জানতামনা ;তুমি কাছে থেকেও কখনো রক্তপাত বন্ধ করোনি স্বেচ্ছায়,
শুধু অবাধে প্রতিউত্তরহীন ভালবাসতে দিয়ে আরো বাড়িয়েছো প্রবাহ,
তোমাকে কিছুদিন পাচ্ছিনা আমি, তুমি কই, নীল?

উপরে বসে খুন করা চোখে আমার পৃথিবীতে ছিটাচ্ছো আমারই রক্ত ?
যদি সত্য হয় তাও কাছে আসি
যদি মিথ্যা হয় আরো ভালবাসি ।

২৬.০৯.২০১৫
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments