সর্বশেষ

সম্পর্কের ক্ষেত্রে সব পক্ষের সাথে মেলামেশা করা সেই দুমুখো সাপ থেকে সাবধান !


ভাল আর মন্দের মধ্যে কোন তৃতীয় পক্ষ নেই । হয় ভাল , না হয় মন্দ। ভাল ও মন্দের দ্বন্বে নিরব থাকা মূলত মন্দের সমর্থন। সম্পর্ক তৈরি ও তা চালনার জন্য বিশ্বাসযোগ্যতা প্রয়োজন। সম্পর্কে দুই বা ততোধিক পক্ষ আছে। যেকোন এক পক্ষ আপনাকে বেছে নিতে হবে। এদিকে এসে খারাপ পক্ষের খারাপী আলোচনা করবেন, আবার ওদিকে তলে তলে আবর্জনাদের সাথে প্রমত্ত প্রমদভ্রমণ করবেন তা আপনাকে ভয়াবহ খারাপ মানুষ হিসেবে উপস্থাপন করবে। আপনার ভেতরের চরম সুবিধাবাদী স্বত্ত্বাটিকে নির্মমভাবে উপস্থাপন করবে।  মানে দুৃদিকেই বা তারচেয়ে বেশি দিকে যারা থাকে এরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। এরা যদি সান্তা ক্লোজের বেশে আসে তাও এরা ক্ষতিকর। এরাই মুয়াবিয়া, এরাই বিভীষণ। কারণ পরিষ্কার, পৃথিবীতে বাজে ও স্বাভাবিকের মধ্যে একটিকে বেছে নিতে হয় আমাদের। ‍মন্দ, নষ্ট, বাজে, খারাপ ও সুবিধাবাদীদের সাথে  মাখিয়ে , খেয়ে, হেসে, খেলে, গেয়ে ভালোদের এদিকে এসেও তাই করলে সে বিপদ, সমূহ বিপদ। এরূপ প্রজাতি থেকে লোকলজ্জা ভুলে গিয়ে সাবধান হওয়া ভাল। তাদের এড়িয়ে যাওয়া আবশ্যক।  আশেপাশে যারা আপনার সাথে এবং প্রতিষ্ঠিত প্রতারক, ধোঁকাবাজ ও নোংরা মানসীকতার মানুষের সাথে যে সমান সম্পর্ক বজায় রাখে সে আপনার কাছে যেমন আপনার, নষ্টদের কাছেও তেমন তাদের। এরা সাপের মত বা তারচেয়ে ভয়ঙ্কর বিষধর। যেকোন সময় ছোবল মেরে দেবে। এদের স্বার্থে সামান্য ব্যাঘাত ঘটলেই এদের কুৎসিৎ বাজে রূপটি উন্মোচিত হয়।  এটাই সত্য। আর সত্যই সুন্দর। আসুন সুন্দরকে গ্রহণ করে মুনাফিক হতে সাবধান হই। যার স্থান জাহান্নামের সর্বনিম্ন স্থানে তার স্থান আপনার হৃদয়ে কেন দিবেন ?  
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments