সর্বশেষ

পুরুষ


ভালবাসায় বেড়িবাঁধ দিয়ে উধাও যে মাংশপ্রেমী,
পেটের মধ্যে আস্ত প্রাণ বহনের জ্বালা সে কি বুঝবে,
অথচ জন্মের পর কোথা থেকে এসে লজ্জা শরমের মাখা খেয়ে বলবে,
'আমার কি ছেলে হয়েছে?'
মেয়ে কিংবা মা বেঁচে আছে কিনা তা না জেনে প্রমাণ করে
সে পুরুষ,সে পুরুষ,সে পুরুষ!


রাস্তায়,গাড়িতে,পার্কে,উদ্যানে,কারখানা,অফিস বা ক্যাম্পাসে
ধীরে অথবা জোরে জোরে কথা বলে
শিস,বিষ কিংবা অশ্লীলতা ছুঁড়ে দেয় সগর্বে যারা
তারা পুরুষ,তারা পুরুষ,তারাও পুরুষ!
সাজানো সংসারে ব্যভিচারের প্রসারতা
পরকীয়া ও অসততা চুড়ি পরার মত শিল্পের নামে
ঘর ভাঙে,বিশ্বাস ভাঙে আর ধর্ষণ করে
প্রকাশ্যে সদর্ভে যারা বলে বেড়ায়
ওরা পুরুষ,ওরা পুরুষ,ওরাও পুরুষ।

রাতভর আবাসিক অনবাসিকে কোন নারীর কোলে ঘেঁষে
সকালে যে সুশীল
রিলিফের টাকা মেরে যায় ঘর পাকা
সেও ফিসফিস বা চিত্‍কার করে পরিচয় দেয়
সে পুরুষ,সে পুরুষ,সেও পুরুষ।
ভূমির উপর কত রঙের এসব পাপী
নাম ভাঙিয়ে চলছে,খাচ্ছে ও বলছে
কেউ উত্তম,কেউ মধ্যম কেউবা প্রথম
সবাই পুরুষ,স্মার্ট, ড্যাম্ন, কুল, হট,লুসিফার পুরুষ
তুমি হুঁশিয়ার হও, কারণ-ওরা একজনও নয় মানুষ।

৩ সেপ্টেম্বর , ২০১৫
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments