সর্বশেষ

বিশ্বায়ন(Globalization) ধারনার উদ্ভাবক কারা?

আমাদের মধ্যে বিশ্বায়ন(Globalization) ধারনার উদ্ভাবক কারা?পশ্চিম।অর্থাত্‍ ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা।মানে ব্রিটেন,ফ্র্যান্স,জার্মানী,অস্ট্রিয়া, হাঙ্গেরি ইত্যাদি দেশ।আর এই বিশ্বায়নকে নিজ সাম্রাজ্যবাদী স্বার্থে বাজারজাত করে মার্কিন যুক্তরাষ্ট্র।তারা আন্তর্জাতিকতাবাদকে(Internationalism)ভিত্তি করে পৃথিবীকে শোষণ করেছে।
এখন বিশ্বায়নপন্থীরা ইউরোপগামী সিরিয়া ও ইরাকীদের আশ্রয় দিতে আমতা আমতা করছে কেন?সিরিয়া ও ইরাকের তেলের উপর ভিত্তি করে যে পশ্চিমা ক্যাপিটালিস্ট সমাজ গড়ে উঠেছে তা কেন সিরিয়া ও ইরাকের শরণার্থীদের ব্যাপারে এমন অকৃতজ্ঞ?ইরাকে আক্রমণ করে সেদেশ অস্থিতিশীল করার মাধ্যমে যার সূত্রপাত করেছে NATO ও আমেরিকা তার ফল কেন তারা বহন করবেনা?সমৃদ্ধ লিবিয়াকে ধ্বংস করে সেদেশের নাগরিকদের কেন ইউরোপে স্থান দেয়া হবেনা?এর নাম বিশ্বায়ন!শুধু শুল্কমুক্ত পশ্চিমা পণ্য প্রবেশের সময় এটি কার্যকর থাকে।প্রহসন আর কি!
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments