সর্বশেষ

তুমি এসো তুমি

#
দিও তুমি বজ্রের বিপুল তাপ,
চোখ ঝলসানো বিজলী,
দিও অবিরাম পৌষের কুয়াশা
শীত শীত প্রকৃতিতে অশরীরী উষ্ণতা ।

দিও গ্রীষ্মের কাঠফাটা রোদে একফোঁটা পানি,
বাঁশতলার নিরিবিলি ছায়া আর
দিও গোধূলীর মিষ্টি আভা,
স্বর্গ দিওনা,শুধু তুমি এসো অপ্সরা ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments