সর্বশেষ

জাজ্বল্যমান জীবন


আমার জীবন জ্বলছে,
যেন কিশোরীর সদ্য ছিদ্র করা নাকের ক্ষত,
গ্রাম্য মায়ের কোল ভরা এক বছর ব্যবধানের কয়েকটি সন্তান,
আর যেন অবসারপ্রাপ্ত এক বাজারে না যাওয়া বাবার কষ্টের মত !
আমার জীবন জ্বলছে, অবিরাম জ্বলবে ।
[হঠাত্‍ ঘুম ভেঙে গেছে অজানা সুখে !]
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments