বিয়ের বয়স নির্ধারণ করে দেওয়া কতটুকু যৌক্তিক এটা ভাবার সময় এসেছে
এখন।জৈবিক চাহিদা মেটানোর ব্যাপারে রাষ্ট্র কি হস্তক্ষেপ করতে পারে ?
যদি বিয়ের বয়স নির্ধারণ করার উদ্দেশ্য হয় জনসংখ্যা হ্রাস তবে এটি অন্যভাবেও করা যায় ।সচেতনতা সৃষ্টি করে।আর এদেশের এক নম্বর সমস্যা কখনোই জনসংখ্যা নয়,সমস্যা দুর্নীতি।সুতরাং আইন করে দুর্নীতি বন্ধ করা হোক যদি সদিচ্ছা থাকে দেশ ও জাতির কল্যাণ করতে।
যদি বিয়ের বয়স নির্ধারণ করার উদ্দেশ্য হয় জনসংখ্যা হ্রাস তবে এটি অন্যভাবেও করা যায় ।সচেতনতা সৃষ্টি করে।আর এদেশের এক নম্বর সমস্যা কখনোই জনসংখ্যা নয়,সমস্যা দুর্নীতি।সুতরাং আইন করে দুর্নীতি বন্ধ করা হোক যদি সদিচ্ছা থাকে দেশ ও জাতির কল্যাণ করতে।
আর যদি কথিত শিশুদের স্বাস্থ ঝুঁকির জন্য ১৬ বছরের আগে নারীর এবং ১৮ বছরের
আগে পুরুষের বিয়ে নিষিদ্ধ করা হয় তবে সেটি যুক্তির সামনে টেকেনা।বিয়ে ছাড়া
শারিরীক সম্পর্ক করলে কি স্বাস্থহানীর ঝুঁকি নেই তবে?নাকি পরিকল্পিতভাবে
গর্ভধারন না করে যাচ্ছেতাই করলে কথিত শিশুদের স্বাস্থহানী ঘটেনা ?
১৬ বা ১৮ বছরের বালক বা বালিকা এখন অবুঝ নয়।তারাও শরীরী প্রেম করে,আত্মহত্যা করে ভালবাসার জন্য,অন্তরঙ্গ সম্পর্ক ধারন করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। তারা ফেসবুক ব্যবহার করে,তারা ব্রেক আপ করে,তারা যা কিছু করে তা আগের যুগের প্রাপ্ত বয়স্কদেরও জানা নেই। তাহলে কেন তাদের বিয়ে দেওয়া যাবেনা ?
আর বিয়ে করলে জরিমানা এ কেমন কথারে ভাই?মার্কিন যুক্তরাষ্ট্রেও ১৬ বছরের ছেলে মেয়ে বিয়ে করে।
আমার মতে বিয়ের জন্য নির্ধারিত বয়স হওয়া উচিত 'বয়ঃসন্ধিক্ষণ'।যার বয়ঃসন্ধিক্ষণ যখন হবে তাকে তখন বিয়ের উপযুক্ত ভাবা হবে।তা না হলে সামাজিক নৈতিক বিসৃঙ্খলা সৃষ্টি হতে পারে।অধিক বয়সে বিয়ের কুফল আমরা দেখতে পাচ্ছি।গর্ভপাত,সন্তানহীনতা,কলহ ইত্যাদি।
একটি প্রশ্ন। আচ্ছা যে দুজন এই আইন ভঙ্গ করে বিয়ে করবে তাদের জরিমানা তারা যদি দিতে চায় এবং বিয়ে করে একসঙ্গে জেলে যাইতে বা থাকতে চাইলো কি হবে ?
সমাজকে একটি যৌক্তিক নিয়মে পরিচালিত করা না গেলে সামাজিক কাঠামো ভেঙে যেতে পারে।পরিবার প্রথা চলে যেতে পারে যাদুঘরে....এ ব্যাপারে এখনই সচেতন হওয়া উচিত।
১৬ বা ১৮ বছরের বালক বা বালিকা এখন অবুঝ নয়।তারাও শরীরী প্রেম করে,আত্মহত্যা করে ভালবাসার জন্য,অন্তরঙ্গ সম্পর্ক ধারন করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। তারা ফেসবুক ব্যবহার করে,তারা ব্রেক আপ করে,তারা যা কিছু করে তা আগের যুগের প্রাপ্ত বয়স্কদেরও জানা নেই। তাহলে কেন তাদের বিয়ে দেওয়া যাবেনা ?
আর বিয়ে করলে জরিমানা এ কেমন কথারে ভাই?মার্কিন যুক্তরাষ্ট্রেও ১৬ বছরের ছেলে মেয়ে বিয়ে করে।
আমার মতে বিয়ের জন্য নির্ধারিত বয়স হওয়া উচিত 'বয়ঃসন্ধিক্ষণ'।যার বয়ঃসন্ধিক্ষণ যখন হবে তাকে তখন বিয়ের উপযুক্ত ভাবা হবে।তা না হলে সামাজিক নৈতিক বিসৃঙ্খলা সৃষ্টি হতে পারে।অধিক বয়সে বিয়ের কুফল আমরা দেখতে পাচ্ছি।গর্ভপাত,সন্তানহীনতা,কলহ ইত্যাদি।
একটি প্রশ্ন। আচ্ছা যে দুজন এই আইন ভঙ্গ করে বিয়ে করবে তাদের জরিমানা তারা যদি দিতে চায় এবং বিয়ে করে একসঙ্গে জেলে যাইতে বা থাকতে চাইলো কি হবে ?
সমাজকে একটি যৌক্তিক নিয়মে পরিচালিত করা না গেলে সামাজিক কাঠামো ভেঙে যেতে পারে।পরিবার প্রথা চলে যেতে পারে যাদুঘরে....এ ব্যাপারে এখনই সচেতন হওয়া উচিত।
0 Comments