আর কয়েক ঘন্টা পর স্কটল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হবে স্বাধীনতার
প্রশ্নে।BBCসহ বিশ্ব জন্ডিস আক্রান্ত গণমাধ্যমের অপপ্রচারের পরেও
স্কটল্যান্ডের স্বাধীনতাকামীরা 'হ্যাঁ' ভোটের জন্য প্রচারণা চালিয়ে
গেছে।এতে নেতৃত্ত্ব দিয়েছে স্কটিশ জাতীয়তাবাদী দল যারা বর্তমানে ক্ষমতাসীন।
স্কটল্যান্ডের মূখ্যমন্ত্রী #Alex #Salmond স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্কট জাতিকে যে স্বাধীনতার এই সুযোগ আর পাওয়া যাবেনা,এ সুযোগ কাজে লাগাতে হবে।ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার যৌক্তিকতা বোঝাতে যুক্তরাজ্য ও তার সেবাদাস বিশ্বকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্কটল্যান্ডের জনসংখ্যা EU এর ১% হতে পারে তবে EU এর মোট মত্স্য সম্পদের ২০ % , মোট নবায়নযোগ্য শক্তির ২৫% ও মোট খনিজ তেলের ৬০% রয়েছে স্কটল্যান্ডের হাতে।তাঁর এ বক্তব্য থেকে বোঝা যায় স্কটল্যান্ডের সম্পদের উপর কতটা নির্ভরশীল ব্রিটেন।
স্কটল্যান্ডের মূখ্যমন্ত্রী #Alex #Salmond স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্কট জাতিকে যে স্বাধীনতার এই সুযোগ আর পাওয়া যাবেনা,এ সুযোগ কাজে লাগাতে হবে।ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার যৌক্তিকতা বোঝাতে যুক্তরাজ্য ও তার সেবাদাস বিশ্বকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্কটল্যান্ডের জনসংখ্যা EU এর ১% হতে পারে তবে EU এর মোট মত্স্য সম্পদের ২০ % , মোট নবায়নযোগ্য শক্তির ২৫% ও মোট খনিজ তেলের ৬০% রয়েছে স্কটল্যান্ডের হাতে।তাঁর এ বক্তব্য থেকে বোঝা যায় স্কটল্যান্ডের সম্পদের উপর কতটা নির্ভরশীল ব্রিটেন।
স্বাধীনতা বিরোধীদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট গর্ডন ব্রাউন,মাঠকর্মী
ডার্লিং অপপ্রচার চালাচ্ছে।তবে স্কটল্যান্ড স্বাধীন হলে তারা রাষ্ট্র গঠনে
কাজ করবে বলে জানাচ্ছে।
কথা হচ্ছে,স্কটল্যান্ড স্বাধীন হলে সেখানের যুক্তরাজ্যপন্থীদের কি স্কটিশরা গ্রহণ করবে?নাকি বিভেদ রেখা টেনে রাখবে?আর যদি স্বাধীন না হয় তবে স্কটিশরা কি করবে?বিভেদ কি থাকবেনা?তারা কি অস্ত্র হাতে তুলে নেবে তবে?
এসব প্রশ্নের উত্তর জানতে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে আমাদের।
#Independent #Scotland
#VoteYes
১৭ সেপ্টেম্বর , ২০১৪
কথা হচ্ছে,স্কটল্যান্ড স্বাধীন হলে সেখানের যুক্তরাজ্যপন্থীদের কি স্কটিশরা গ্রহণ করবে?নাকি বিভেদ রেখা টেনে রাখবে?আর যদি স্বাধীন না হয় তবে স্কটিশরা কি করবে?বিভেদ কি থাকবেনা?তারা কি অস্ত্র হাতে তুলে নেবে তবে?
এসব প্রশ্নের উত্তর জানতে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে আমাদের।
#Independent #Scotland
#VoteYes
১৭ সেপ্টেম্বর , ২০১৪
0 Comments