আপনি চলে যাওয়ার পর একশত ভাগ একা হয়ে গিয়েছি,ভাই।এখন আর রাতের বেলা
ঘোরাফেরা করে ভোরবেলা প্রান্তিকে কারো সাথে পরোটা খাওয়া
হয়না।পড়াশোনা,ক্যারিয়ার,রাজনীতি নিয়ে কারো সাথে কথা হয়না।নিচ তলার ওয়াশরুম
থেকে কেউ চিল্লায় ডাকেনা,
'এই রাকীইইইব...কি করছো?বাইরে বেরোবে?চলো চা খেয়ে/হেঁটে/বটতলা/ট্রান্সপোর্ট থেকে ঘুরে আসি...'।
#ইসহাক ভাই,ক্যাম্পাস জীবনে সবচেয়ে বেশি আপনার সাথে হেঁটেছি,আড্ডা দিয়েছি,খেয়েছি...।আপনি চার বছরের সিনিয়র এটা কখনো বুঝতে দেননি।এখন আর হুঁট করে রিকশা একটা নিয়ে সারা ক্যাম্পাস চক্কর দেয়া হয়না কারো সাথে।চলে গেছেন ক্যাম্পাস ছেড়ে।ছোট ভাইটার এখন আর কোন বড় ভাই নাই যার সাথে বন্ধুর মত মেশা যায়,বলা যায় না বলা কথা...!
আপনাকে মিস করছি,করি,করেই যাবো,ভাই।যেখানে থাকেন নিরাপদ ও সুস্থ থাকেন।সফল হন।
'এই রাকীইইইব...কি করছো?বাইরে বেরোবে?চলো চা খেয়ে/হেঁটে/বটতলা/ট্রান্সপোর্ট থেকে ঘুরে আসি...'।
#ইসহাক ভাই,ক্যাম্পাস জীবনে সবচেয়ে বেশি আপনার সাথে হেঁটেছি,আড্ডা দিয়েছি,খেয়েছি...।আপনি চার বছরের সিনিয়র এটা কখনো বুঝতে দেননি।এখন আর হুঁট করে রিকশা একটা নিয়ে সারা ক্যাম্পাস চক্কর দেয়া হয়না কারো সাথে।চলে গেছেন ক্যাম্পাস ছেড়ে।ছোট ভাইটার এখন আর কোন বড় ভাই নাই যার সাথে বন্ধুর মত মেশা যায়,বলা যায় না বলা কথা...!
আপনাকে মিস করছি,করি,করেই যাবো,ভাই।যেখানে থাকেন নিরাপদ ও সুস্থ থাকেন।সফল হন।
0 Comments