বেশি করে পুলিশের কনস্ট্যাবল মনির দরকার এ জাতির জন্য যে নিশ্চিত মৃত্যু
হতে পারে জেনেও একটি ডুবন্ত শিশুকে উদ্ধার করে আনে।প্রতিটি সেক্টরে প্রচুর
পরিমাণ মনির দরকার।এইসব মনিররা সমাজের ভিত্তি,খুঁটি।যত বেশি খুঁটি তত ঘর
মজবুত হবে।ভাই মনিরের প্রতি বিনম্র শ্রদ্ধা।আমরা সবাই মনিরের মত হওয়ার দৃঢ়
প্রতিজ্ঞা করলেই এ দেশ ঘুরে দাঁড়াবে প্রতিটি সেক্টরে।
0 Comments