সর্বশেষ

বালিকা তোমার বন্ধুরা...


বালিকা,
কত উপায়ে তোমাকে গিলে খায় কত মুখোশে
কারা প্রতিনিয়ত সে খবর কি রাখো?
কত ছলে কত বলে বন্ধু বেশে ছুঁয়ে দিচ্ছে
গাল,চুল,কপাল,হাঁটু.হাত ও হাতের আঙুল
দৃষ্টিকে বুকে তাক করে কি ভাবে বন্ধুটি তোমার,
কত দীর্ঘ প্রতীক্ষায় ওঁত্‍পেতে থাকে কখন তোমার ওড়নার প্রতিরোধ ভেঙে যাবে
কিঞ্চিত সচেতন হয়ে সে খোঁজ কি কখনো রেখেছো?

তুমি চলে গেলে কি করে তোমার বিশ্বস্ত বন্ধুরা
কি বলে তারা সে খবর কি এ জীবনে রাখো?
ওদের ঠোঁটে ঝরে পড়ে তোমার নগ্নমূর্তি,
পাঁজর ও কোমরের ভাঁজ,নানা অঙ্গের গঠন নিখুঁতভাবে
ফুটে ওঠে নিতম্বের আকৃতি;ওঁত্‍পেতে থাকে তাদের পাশবিক ইচ্ছেরা কখন
তোমাকে 'খেয়ে দেবে',আড়ালে আবডালে,ফ্ল্যাটে বা ঝোপঝাড়ে
বলবে ইয়ার্কির ছলে
'দোস্ত,তোরে যা লাগছেনা...'
এভাবে ধীরে ধীরে এগিয়ে যাবে তোমার বন্ধুরা,
তুমি বুঝবেনা বালিকা,পুরুষের কত বেশভূষা
তোমাকে পটাতে কত উপায়ে সূক্ষ্ম ফেরোমেন ছিটায় তোমার বন্ধুরা ।

বালিকা,
সেলফোনের অসময়ে বেজে ওঠায় কিছু কি পাওনা?
অহেতুক ঘুমজড়ানো কন্ঠে কি চায় তোমার প্রিয় বন্ধু,
কি স্বার্থে তোমার কানে সতর্ক সুরেলা গান ছেড়ে দেয়,
যেকোন গল্প বাঁক নেয় জৈবিক ঘরানোয়
প্রকল্পের প্রতিটি কাজে হাঁটতে হাঁটতে হাতেকাঁধে স্পর্শ এবং রাত্রিতে ঘোরাফেরা কিসের জন্য,বোঝোনা ?
বালিকা,ফ্রয়েডের বিভত্‍স ইড তোমাকে গোগ্রাসে গিলে নেয়,
তোমার শাড়ির আঁচলের ফাঁকে,পেটে,পিঠে,নাভীর দিকে তোমার বালকবন্ধুরা পিচাশের মত চেয়ে থাকে-
কখনো চোখের কোণা দিয়ে না দেখার ভাণ করে কখনো তুমি অন্য দিকে তাকালে সরাসরি চোখ দিয়ে শুষে
নিয়ে যায় তোমাকে নির্জনে একাকি কামনার নষ্টখোরাকে
এরাই প্রচন্ড ভীড়ে তোমাকে ছুঁয়ে দেয় বন্ধুর ছদ্মবেশে,
তোমার অনুপস্থিতিতে নির্লজ্জরা তোমারই বুকের উচ্চতা পরিমাপ করে মুখে মুখে-
প্রতিদিন অজস্রবার তোমাকে ধর্ষণ করে শব্দে শব্দে ।

বালিকা,
তুমি মহামূল্যবান সমুদ্র
কেউই অকারণে আসেনা অবগাহনে,
বন্ধুর বৃহত্‍ স্বার্থে তুমি এক চুল আঘাত করেই দেখো
তোমাকে ছেড়ে যাবে মুহূর্তে;নতুন নারী জুটাবে,
হাসবে,খেলবে,গাইবে-তুমি বিহীন ভালোই কাটাবে।

বালিকা,
তোমার দেহ বন্ধু নামধারী পুরুষের জন্মলক্ষবিন্দু
তোমার উষ্ণতা আহরনে নানা বাহানা বন্ধুদের,
ওরা দোস্ত,ফ্রেন্ড,ইয়ার,জান,সহপাঠী,সহকর্মী আরো কত কি
ভুলে যেওনা,ভুলে গেলে বাঁচবেনা,আসবে অজস্র বেদনা।

বালিকা,
তোমার জন্য ভয়ার্ত সর্ব প্রান্তর
নিয়মিত চক্ষুধর্ষক বন্ধুর দল বসে থাকে গোল বা লম্বা হয়ে
মনে মনে সহস্রবার তোমাকে নিপীড়ন করে
মনস্তাত্ত্বিক সকল দ্ধন্দ্ব তোমার প্রতিকূলে অথচ
তুমি কত সরল-নির্ভাবনায় নীল টিপ পরে,
শার্ট,টিশার্ট,ফতুয়া জিন্সের এক অপ্সরা মানবী
হাস্বোজ্জ্বল বসে,দাঁড়িয়ে,হেঁটে,গেয়ে বা নেচে ওদের সামনে,
ঘূণাক্ষরেও টের পাওনা কি করে ফেলছে-
তোমাকে,তোমার বিশ্বাসকে,তোমার শরীরকে....
বালিকা,
তোমার সাবধান হওয়ার সময় হয়েছে
বন্ধুদের অসভ্য দৃষ্টি ও নোংরা ছোঁয়াছুঁয়িকে
প্রকাশ্যে প্রতিহত করার,
শত্রুদের আর একমুহূর্ত বন্ধু ভাবার প্রশ্নই আসেনা
বড় হও নিরাপদে,তুমি বেঁচে থাকো নির্বিঘ্নে, বালিকা ।

2 September, 2014
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments