সর্বশেষ

ফিরে যাই সভ্যতার আদিবিন্দুতে

মনে হয় কয়েক হাজার বছর বেঁচে থাকি তোমাকে পাশে নিয়ে-
ফিরে যাই সভ্যতার আদিবিন্দুতে
যেখানে তুমি ঈভ এবং সৌন্দর্যের সব পাখা মেলে দিয়ে
আচমকা বুকে টেনে নেবে ঝড়ের বেগে ।
আমি ভালবাসি অযৌক্তিক আন্তরিকতায় হৃদ্যতার সবটুকু দিয়ে,
আমার সঙ্গে আসবে বলো-আমায় ভালবাসবে।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments