জুলাইয়ে মুক্তি পাওয়া চীনা চলচ্চিত্র Lady Of the Dynasty দেখতে
পারেন। হলিউড যাদের কেবল রোমান সাম্রাজ্য ও তাদের উত্তরাধীকারীদের বীরত্ত্ব
শিখিয়েছে তারা দেখতে পারেন।যখন ঐ পারে পারস্য,রোমান সাম্রাজ্য ছিল এইপারে
তখন চীনাদেরও সাম্রাজ্য ছিল।
এই সাম্রাজ্য শৌর্যবীর্য,সাহিত্য,কলা কোন কিছুতে কম ছিলনা।চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে চীনা টং বংশের(Tang Dynasty)সম্রাট ও তার পুত্রদের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব যেটি পরবর্তীতে এক নারীকে কেন্দ্র করে রক্তাক্ত ট্রাজেডিতে শেষ হয়।অষ্টাদশ পুত্র লি মাওয়ের স্ত্রী Yang Guifei এর প্রেমে পড়েন সম্রাট Li Longji।ঠিক এই সময় মুসলিম খিলাফাতের সম্প্রসারণে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হয় রোমান তথা বাইজেনটাইনরা।
খিলাফাতের বিরুদ্ধে চীনা টংদের নিয়ে রোমানরা যৌথ বাহিনী গঠন করার প্রস্তাবে দূত পাঠায়।এই দূতের বর্ণনায় পুরো সিনেমাটি বর্ণিত।সন্তান ও পিতার ক্ষমতার দ্বন্দ্ব,নিজ সেনা অভ্যত্থানে টংদের শহর বা রাজ্য হারানো এসব ছাড়িয়ে সবার দৃষ্টি চলে যাবে অষ্টাদশ পুত্রের সাবেক স্ত্রীর সঙ্গে সম্রাটের গভীর প্রেম।এই নারীর প্রতি অতিরিক্ত মনোযোগ দেয়ার পর টং সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে ওঠে যখন সম্রাট লি কে তার সেনাপতিরা ঐ নারী ইয়াং গুইফি অথবা টং সাম্রাজ্য যেকোন একটি অপশন বাছাই করতে বললেন।সম্রাট স্ত্রীকে ভালবাসার কথা জানালে তাঁর স্ত্রী বিষ খেয়ে মরে যায় যাতে সম্রাট ও টং সাম্রাজ্য টিকে থাকে।
প্রায় ৪৭ বছর রাজত্ত্বের পর সম্রাটের সামনে টং সাম্রাজ্যের পতন এবং তার প্রিয় লেডি অফ দ্যা ডাইনাস্টির পতন এক ট্রাজেডির মাধ্যমে উপস্থাপিত হয়।
সময় পেলে দেখতে পারেন Lady Of The Dynasty,ইতিহাস,সমর ও রোমান্সের মিশ্রণ ভাল লাগে যাদের তারা ভিন্ন স্বাদ পেতে পারেন।
এই সাম্রাজ্য শৌর্যবীর্য,সাহিত্য,কলা কোন কিছুতে কম ছিলনা।চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে চীনা টং বংশের(Tang Dynasty)সম্রাট ও তার পুত্রদের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব যেটি পরবর্তীতে এক নারীকে কেন্দ্র করে রক্তাক্ত ট্রাজেডিতে শেষ হয়।অষ্টাদশ পুত্র লি মাওয়ের স্ত্রী Yang Guifei এর প্রেমে পড়েন সম্রাট Li Longji।ঠিক এই সময় মুসলিম খিলাফাতের সম্প্রসারণে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হয় রোমান তথা বাইজেনটাইনরা।
খিলাফাতের বিরুদ্ধে চীনা টংদের নিয়ে রোমানরা যৌথ বাহিনী গঠন করার প্রস্তাবে দূত পাঠায়।এই দূতের বর্ণনায় পুরো সিনেমাটি বর্ণিত।সন্তান ও পিতার ক্ষমতার দ্বন্দ্ব,নিজ সেনা অভ্যত্থানে টংদের শহর বা রাজ্য হারানো এসব ছাড়িয়ে সবার দৃষ্টি চলে যাবে অষ্টাদশ পুত্রের সাবেক স্ত্রীর সঙ্গে সম্রাটের গভীর প্রেম।এই নারীর প্রতি অতিরিক্ত মনোযোগ দেয়ার পর টং সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে ওঠে যখন সম্রাট লি কে তার সেনাপতিরা ঐ নারী ইয়াং গুইফি অথবা টং সাম্রাজ্য যেকোন একটি অপশন বাছাই করতে বললেন।সম্রাট স্ত্রীকে ভালবাসার কথা জানালে তাঁর স্ত্রী বিষ খেয়ে মরে যায় যাতে সম্রাট ও টং সাম্রাজ্য টিকে থাকে।
প্রায় ৪৭ বছর রাজত্ত্বের পর সম্রাটের সামনে টং সাম্রাজ্যের পতন এবং তার প্রিয় লেডি অফ দ্যা ডাইনাস্টির পতন এক ট্রাজেডির মাধ্যমে উপস্থাপিত হয়।
সময় পেলে দেখতে পারেন Lady Of The Dynasty,ইতিহাস,সমর ও রোমান্সের মিশ্রণ ভাল লাগে যাদের তারা ভিন্ন স্বাদ পেতে পারেন।