চিকা যেহেতু মারা যায় , চামচিকাও যাবে নিশ্চয়ই
বদ্ধ-নোংরায় জন্মের পর কে রাখে খবর বাঁদরের ছোটদের ?
কোন নালা-নর্দমা-পরিত্যাক্ত স্যাঁতস্যাঁতে স্থানে তাদের মরণ বরণ হয়
চামচিকার উল্লাস
আসলে হা-হুতাশ
এই নিয়ে না ভেবে নিশ্চিন্তে মহানন্দে কাটাই সময় ।
#চামচিকার #পতন