সর্বশেষ

ছাতিম ফুলঃ বাংলাদেশের অপার্থিব ফুল

আমার অনেক অর্থকড়ি হলে ছাতিম ফুলের ঘ্রাণের পারফিউম ও সাবান বানাতাম । সেইটা বাজারজাতও করতাম । কর্পোরেট জগতে জাতীয়তাবোধের বিশাল মিশ্রণ ঘটাতাম । কারণ আমি জানি গোলাপ-চন্দন-রজনীগন্ধা বাংলার আদি সন্তানদের কেউ না। এই মাটির সুবাস আসে #ছাতিম ফুল থেকে । ছাতিমের সুবাসের প্রতি মুগ্ধতা আমাদের রক্তে মিশ্রিত । তাই পথে হাঁটতে হাঁটতে শরতের শেষ থেকে হেমন্ত জুড়ে যখনেএই ফুল স্বর্গীয় সুগন্ধ ছড়ায় তা যার নাকে যায় সে প্রাণভরে বাতাস নাকে টেনে নেয়। আমার স্বপ্ন সেই অপার্থিব ফুল নিয়ে বিপুল পরিমাণ কাব্য হবে এই দেশে, সেই ফুলে হবে গান, চলচ্চিত্র, সেই ফুল দিয়ে ভালবাসার মিছিল হবে। আমি এই ছাতিম আন্দোলন চালিয়ে যাবো । ছাতিমই বাংলাদেশ । গরীবের এই জ্বীনফুলই বাঙালির বিমোহিত সুবাসকবলিত জীবনের হাজার বছরের ঘটনার উপস্থাপন । ছাতিম নিয়ে জাতীয়তাবোধহীন মিডিয়াও কেমন নিরব । ওদের দেশের কিছু যে ভাল লাগেনা । খারাপের দল ।

এসব শিকড়হীনদের সামনে যদি বলি, “ ছাতিম আমার প্রিয় ফুল” , তারা ভ্রু প্লাক করা দূষিত চোখ কপালে তুলে বলে, “ ছাতিমমম? এইটা আবার কি?”

“এইটা সেই ফুল যা বাংলাদেশে তোমাদের মত শিকড়হীন বা শিকড়ত্যাগীদের অস্তিত্ত্বকে বাংলাদেশে অবাঞ্ছিত করে । তোমাদের পশ্চিমকে মানদন্ড ভাবা বাজে সুপিরিওরিটি কমপ্লেক্সবে অস্বীকার করতে উৎসাহ যোগায় ।” মনে মনে ওদের বলি । কখনো প্রকাশ্যেও।
#ছাতিমগাঁথা
পাঠ অনুভূতি