আমার আঁধার গগনে কখনো আলোকের বিস্ফোরণ
যেন বিষাদের ভয়াবহ ছাপ !
রক্ত স্বপ্রণোদনায় প্রবল উত্তপ্ত
আমি নির্জিব তবুও নির্লিপ্ত
নিজেকে মনে হয় ছোট প্রজাপতি
আলো দেখলেই আন্তরিক ঝাঁপ,
অথচ আমিও মানুষ-
তার চোখে তাকিয়ে আমিও কাঁপা কন্ঠে বলি,
'তুমি ভালো আছো তো ?'
৫ অক্টোবর, ২০১৩।
যেন বিষাদের ভয়াবহ ছাপ !
রক্ত স্বপ্রণোদনায় প্রবল উত্তপ্ত
আমি নির্জিব তবুও নির্লিপ্ত
নিজেকে মনে হয় ছোট প্রজাপতি
আলো দেখলেই আন্তরিক ঝাঁপ,
অথচ আমিও মানুষ-
তার চোখে তাকিয়ে আমিও কাঁপা কন্ঠে বলি,
'তুমি ভালো আছো তো ?'
৫ অক্টোবর, ২০১৩।
0 Comments