সর্বশেষ

বিষাক্ত দীর্ঘশ্বাস

বিষাক্ত দীর্ঘশ্বাস
জগতের সব প্রবাহমান মানবী-মানব হুঁশিয়ার,
সময় ও স্রোতের নিজস্ব বৈশিষ্ট্য এ প্রবাহ,
একে ছিনিয়ে সাময়িক কুপ্রবৃত্তি নিবারণ হয়তো হয়
উষ্ণতায় জয়ক্ষয়-
চিরস্থায়ি অশান্তিতে বিষাক্ত জীবন
কন্টকময় স্বপ্নরা
কারো দীর্ঘশ্বাস কাঁধে নিয়ে সুখী হওয়া যায়না ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments