সর্বশেষ

মুখোমুখি

যেইদিন সম্পর্কচ্ছেদের পর পয়লা আমরা মুখোমুখি হয়েছিলাম কংক্রিটের ফ্লোরে
দিবসের ঘোরে চোখ বরাবর চোখ রাখতে পারোনি
বিশ্বাস ভাঙার প্রবল অপরাধবোধ তাড়া করায়
পাশ কাটিয়ে চলে গেলে;আমিও চলে এলাম উপরে উপরে ঘৃণা রেখে
আসলে ভালবাসা তখনো ছিল,কিন্তু বুকের অনেক অনেক গভীরে তখন অগ্ন্যুত্‍পাত
শুরু হয়ে চোখ দিয়ে অশ্রুর স্রোতধারা বের করতে প্রস্তুতি নেয়ায় সরে আসি
তোমার সামনে থেকে ।ভেঙে যাওয়ার পর যতদিন এভাবে দেখা হয়েছে
আমরা চেয়ে থাকতে পারিনি একবারো কেউ কারো দিকে ।


দৃষ্টির মায়ায় আবারো কাছাকাছি এসে ভালবাসার বিজলী চমকানোর ভয়ে
আমরা কয়েক হাত দূরত্ত্বে থেকেও পরবাসে নির্বাসনে
আর দুটি আত্মা মুখোমুখি হলেই রক্তপাত ঘটে
সেই রক্ত দেখা যায়না,ছোঁয়া যায়না;তার প্রবাহ টের পাওয়া যায়
লম্বা নিরবতা ও নিঃশ্বাসের ব্যথায় ও কথায় ।
04.10.2015
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments