সর্বশেষ

হাতেম আলীর কোরবানী


.................
হাতেম আলী প্যান্টে তালি
দাঁতকেলিয়ে হাসে
ঘুষের টাকায় পেট ফুলেছে
ঝেড়ে ঝেড়ে কাশে ।

কোরবানির সময় এলেই
হাতেম আলীর স্বভাব
গরু কিনবে সবচেয়ে বড়
টাকার তো নাই অভাব।
দেশের টাকা দশের টাকা
সব যে তার পকেটে
পুত্র কন্যার ইয়াবার খরচ
বউয়ের খরচ লকেটে।
এবারও দেখি হাতেম আলী
তুমুল ভাল সেজেছে
টুপি পরে সওয়াব কামাবে
গোশত ভরবে ফ্রিজে।
তিন ভাগে গোশত যাবে
তিন রকমের বাড়িতে
হাতেম বলে,বললেই হলো?
রাঁধবো আমার হাড়িতে।
কোরবানী হলো গরু জবাই
হাতেম আলীর বিশ্বাস
প্রিয় জিনিস ত্যাগ করে
ফিরে পাবে নেই আশ্বাস।
জবাই দিয়ে ফ্রিজ ভরে
রান্না করে খুব যে গেলে
বেরিয়ে যা,বউয়ে বলে
দুস্থরা কেউ চাইতে এলে।
হাতেম আলীর ঈদের নামাজ
সবার সামনের কাতারে
কোলাকুলি ভুড়িওলাদের
মাঠ ভরে যায় আতরে।
হাতেম আলী ভাবছো তোমরা
কোথায় পাবো ব্যাটারে
চোখ খুলে দাও একটু বাবা
হাতেম তোমার চারধারে ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments