ভুল করছে গণবিদেহী আত্মা; চুপ করে থেকে, চুপ করে ভাত খাচ্ছে হাইব্রিড কই দিয়ে
আর পাঙাস
কি গান গাস?
তা আমি জানি । লুকায়িত বিবেক আলুর মত সারা বছর সস্তা থাকে
জ্বী এর বন্যায় ভেসে যায় জনপদ; কোথাও ত্রাণ যায়না চিন্তার, মানুষ থাকার
সিনথেসিস ভেঙে বের হয় এইখানে থিসিস ও কাউন্টার থিসিস
প্রতিপক্ষ হয় নিজেরই পক্ষ, শত্রু হয় বন্ধুত্ত্বে দক্ষ
মানুষের বিদেহী অবস্থা শান্ত্বনা তাই দেয়না পরস্পরকে
শুধু বলে দেখা হলে,
পাঙাস খুব প্রিয়, মজা লাগে । কি বলেন ভাই সাপ?
একদম ।
ঘরে ঘরে রোল পড়ে মিথ্যা হাসির, দৌড়ায় ছেলে-মেয়ে লাভের পিছে
যতক্ষণ না পড়ে যায়
নোনা জলের অতল কুয়োয়
ভরদুপুরে সন্ধ্যা নামে । প্রশ্ন না করে নাক ডাকার প্রস্তুতি নেয় ছলিমুদ্দিন-বাসুদেব
শুধু প্রশ্ন করে জলসার আবেশে মেদযুক্ত বউয়ের কাছে
“ কি রান্না হয়েছে আজ পেটে ভরতে, ওগো আমার সন্তানের মা?”।
প্রাত্যহিক তামাশার কুয়োঁরা বসিয়ে লোহার প্রেয়সী ডেকে আনে সব বর্তমান ও সাবেক
ভুরিভোজের সামান্য পরে প্রত্যক্ষ ও পরোক্ষদর্শীরা দন্ত খিলায় কাঁটা চামচ দিয়ে,
কি খেয়েছে তারা টের পায় প্রতিবিবাদ
প্রাত্যহিক তামাশার কুয়োঁরা বসিয়ে লোহার প্রেয়সী ডেকে আনে সব বর্তমান ও সাবেক
ভুরিভোজের সামান্য পরে প্রত্যক্ষ ও পরোক্ষদর্শীরা দন্ত খিলায় কাঁটা চামচ দিয়ে,
কি খেয়েছে তারা টের পায় প্রতিবিবাদ
দাঁতের ফাঁকে ফাঁকে ভবিষ্যতের কাঁচা গোশতো, মানুষের বাচ্চার অংশ দাঁতে কিভাবে এলো তা তারা ভাবেনা
বরং টিস্যু দিয়ে টেনে বের করে জিহবা, মস্তক, মগজ, হাতের চিবানো গোশ
যেটুকু না আসে তা বের করে দেবে পিটিসি দিতে দিতে কেউ,
সুন্দরী ডেন্টিস্ট, একটিভিস্ট
শুধু বেঁচে থাকা জরুরী আর কিছুনা ।
অন্যরা মরলে কুলখানির দাওয়ার পাওয়া যায়,
তেহারি-খিচুড়ী-জিলাপী প্যাঁচ দিয়ে আমরা খাই টিভির ভেতর বসে বা দাঁড়িয়ে
চমৎকার অনুভূতিগুলো ঢেকে রাখি বডি স্প্রে আর স্যুট-টাই কোর্ট দিয়ে ।
বরং টিস্যু দিয়ে টেনে বের করে জিহবা, মস্তক, মগজ, হাতের চিবানো গোশ
যেটুকু না আসে তা বের করে দেবে পিটিসি দিতে দিতে কেউ,
সুন্দরী ডেন্টিস্ট, একটিভিস্ট
শুধু বেঁচে থাকা জরুরী আর কিছুনা ।
অন্যরা মরলে কুলখানির দাওয়ার পাওয়া যায়,
তেহারি-খিচুড়ী-জিলাপী প্যাঁচ দিয়ে আমরা খাই টিভির ভেতর বসে বা দাঁড়িয়ে
চমৎকার অনুভূতিগুলো ঢেকে রাখি বডি স্প্রে আর স্যুট-টাই কোর্ট দিয়ে ।
#প্রতিবিবাদ