সর্বশেষ

বাসের স্মৃতি

ব্যাগে ছিল দুইটা সিদ্ধ ডিম । খেতে ইচ্ছে হল তাই বের করলাম ।পাশে বসা যাত্রীকে খেতে বলেছি সে খায় নাই । মুচকি হেসে বলে,থাক না ভাই । আমি হাঁসের ডিম খাইনা ।
কিন্তু মনে মনে বলেছে,তুই যে অজ্ঞান পার্টির লোক এ আমি বুঝিনা ভাবছিস?
আমি বললাম,তোর রুজি তুই কাটা দিলি!

২৪ অক্টোবর , ২০১৩ ।
পাঠ অনুভূতি