শতশত প্রেম আর বাসি আত্মা
শতশত প্রেম আর বাসি আত্মার বিসৃঙ্খল জগতে
আবার যেতে হচ্ছে-এ কথা জেনেও যে
শরীরী নোংরা উন্মত্ততা বা সস্তা চামচামীর জোয়ার বইবে
আরো কিছুদিন অথবা কয়েক মাস
অতঃপর হিমাগার থেকে বাসি আত্মা আর শতশতবারের নষ্টনষ্টানগ্নভ্রষ্টাদের
অর্ধচন্দ্র !
২৪ অক্টোবর, ২০১৩।
শতশত প্রেম আর বাসি আত্মার বিসৃঙ্খল জগতে
আবার যেতে হচ্ছে-এ কথা জেনেও যে
শরীরী নোংরা উন্মত্ততা বা সস্তা চামচামীর জোয়ার বইবে
আরো কিছুদিন অথবা কয়েক মাস
অতঃপর হিমাগার থেকে বাসি আত্মা আর শতশতবারের নষ্টনষ্টানগ্নভ্রষ্টাদের
অর্ধচন্দ্র !
২৪ অক্টোবর, ২০১৩।