সর্বশেষ

ফেরা

ফেরা
এভাবে বারবার ফিরে আসি মাটির টানে
কৃত্রিম শহর আর নীতিহীনের আধিক্যে
কখনো কখনো হাঁপিয়ে উঠি,
ঠিক তখনই এক উত্‍সব টেনে নিয়ে যায় ঘরের দিকে,
শরীরের ইলেকট্রণ দ্রুতগামী হচ্ছে
নিউক্লিয়াস যত কাছে আসছে,
জন্মগন্ধ পাচ্ছি পরিচিত মাটি থেকে,
আনন্দে আপ্লুত ঘরে ফেরা ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments