সর্বশেষ

একটি মাত্র চুমু


তোমাকে একটি ভূখন্ড দেবো,পিতৃহীন কাশফুলের পাশে
ভালবাসার ঝান্ডা উড়াবো একশত ষোল কিলোমিটার ধরে
ভেজা বালির চরে বনের এককক্ষ বিশিষ্ট ঘর বানাবো,
সস্তা কাপড়ের আঁচলে কপালের ঘাম মুছে দিতে দিতে
বাসনে দিও শুধু পান্তা,নুন আর মরিচ-আমি খেয়ে নেবো
তুমি পাশে নিশ্চিন্তে বসো, বসে একমুঠ খেও ।


তোমাকে একটি স্বপ্নের মহাজগত্‍ দিবো,স্থানহীন কল্পলোকে
ব্যক্ত মায়ায় বেঁধে ফেলে কলিজাপ্রান্তরে
মানবহীন বড় রাস্তায় দুজনে হেঁটে যাবো, দুপাশে বসবো, দুচোখে দেখবো
আমার আর তোমার চমকানো হাসিতে স্থির বায়ূ প্রবাহিত হবে
শহরের কাক সব ডাকবে কোকিলের স্বরে
ক্লান্তির সীমারেখা তোমার কাঁধে এসে ঢলে পড়বে
তুমি চাইবে আমিও চাইবো-আমাদের সেই প্রতীক্ষিত পরিভ্রমণ
থেমে যাওয়া পৃথিবীতে আচানক স্বর্গে গমন !

জাগ্রত প্রভাতে ঘুম ভাঙে মৃত্তিকার প্রাকৃতিক কোলে
পূবের আকাশে চাঁদের আলো,পশ্চিমে রাত্রির সূর্য কীরণ-এমন এক অবিশ্বাস্য সময়
তোমাকে যার দুঠোঁটের কাছে নিয়ে আসে
আজ সে তোমাকে একটি মাত্র চুমু খাবে-
কোথাও না,চুলগুলো সরিয়ে কপালের ঠিক মধ্যখানে ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments