সর্বশেষ

যদি ফিনিক্স পাখিই হতাম

যদি ফিনিক্স পাখিই হতাম
তোমার আগুনে পুড়ে ছাই হতে আপত্তি কি আর করতাম ?
এখন যে প্রতিদিন অজস্রবার মরে ধ্বসে যাই
তোমার কাল্পনিক ছায়ায়
ঝলসানো হৃত্‍পিন্ডের গন্ধ কি পাও
পুরোনো সেই সে মায়ায় ?

২৬.১০.২০১৬
পাঠ অনুভূতি