দেখো, তিলে তিলে আমি ভুলে যাবো প্রিয় তোমাকে
অব্যক্ত যন্ত্রণা
শতশত বঞ্চনা
কাল্পনিক গঞ্জনা
ভালো লাগেনা,একফোঁটা ভাল লাগেনা এই দুনিয়াকে।
অব্যক্ত যন্ত্রণা
শতশত বঞ্চনা
কাল্পনিক গঞ্জনা
ভালো লাগেনা,একফোঁটা ভাল লাগেনা এই দুনিয়াকে।
ছুঁড়ে দেয়া ব্যথা সহ্যের সীমারেখা ছাড়িয়েছে বহুকাল আগে
তারপরও
মনে করো
অহরহ
কতবার তুলে দিছি রক্তহৃদয়,ভরে গেছে তা এখন আঘাতের দাগে।
তিলে তিলে তাই ভুলে যাবো আমি পাষণ্ড তোমাকে
খুঁজবে সামনে
হয়ে যে হন্যে
আমারই জন্যে
চোখের জল ভরে যাবে তোমার এই জীবনের বাঁকে ।
এই কষ্টরা কি
একলা গোধূলি
কান্নার বুলি
যেদিন বুঝবে তাজা তাজা ব্যথা আমাকে এখন কতটা পোড়ায়
সেদিন তোমার অনেক দূরে আমি শুধু লাশ জীবিত এ ধরায় ।
২৬.১০.২০১৫
তারপরও
মনে করো
অহরহ
কতবার তুলে দিছি রক্তহৃদয়,ভরে গেছে তা এখন আঘাতের দাগে।
তিলে তিলে তাই ভুলে যাবো আমি পাষণ্ড তোমাকে
খুঁজবে সামনে
হয়ে যে হন্যে
আমারই জন্যে
চোখের জল ভরে যাবে তোমার এই জীবনের বাঁকে ।
এই কষ্টরা কি
একলা গোধূলি
কান্নার বুলি
যেদিন বুঝবে তাজা তাজা ব্যথা আমাকে এখন কতটা পোড়ায়
সেদিন তোমার অনেক দূরে আমি শুধু লাশ জীবিত এ ধরায় ।
২৬.১০.২০১৫