প্রতিটি মানুষের নিজস্ব একটি আচরণ বিধি থাকে।এই আচরণ বিধি অন্য মানুষ পছন্দ
করতে পারে,অপছন্দ করতে পারে কিংবা ঘৃণাও করতে পারে। এ কারণে নিজস্ব
পরিমন্ডল ছাড়া যত সম্ভব নিঃশব্দে কাজ করতে হয়।বাইরের পরিবেশ আপনার শোবার ঘর
নয়-এটি একটি সাধারণ জ্ঞান।যা নিজের ঘরে,শৌচাগারে বা শোবার ঘরে করেন তা
পরিবারের বাইরের কারো সামনে করলে তা ঘৃণা ও বিরক্তির সাথে প্রত্যাখ্যাত হবে
এটাই স্বাভাবিক।এখানে তেমন কিছু অসহনীয় ব্যবহারের কথা বলছি।
চুলকানিঃ
দেখা যায় কিছু মানুষ পথেঘাটে, জনসম্মুখে নাকের মধ্যে আঙুল দিয়ে চুলকায়,কানে জমা ময়লা খুঁচিয়ে আনে,শরীরের নানা অঙ্গে চুলকায় এবং সেসময় নানা বিকৃত ভঙ্গীতে মুখাবয়বে ঠোঁট,নাক,চোখ ও দাঁত দেখা যায় ইত্যাদি। এসব যে অন্য আরেকজনের কাছে তীব্র অসহ্য,অপ্রিয় ও ঘৃণার যোগ্য হতে পারে এটা তাদের ধারনায় থাকেনা। অথচ এসব চুলকানী নিকটস্থ ওয়াশরুমে গিয়ে বা নির্জনে গিয়ে করলে হয়।
কফ ফেলতে নাকটানাঃ
আরেক ধরনের লোক আছে যারা নাক দিয়ে বিকট শব্দ করে কফ টান দেয় এবং তা ফেলেও শব্দ করে,দেখবেন এতো বিকৃত শব্দ করে কফ বের করে মুখ দিয়ে ফেলবে যে তা যেকোন সুস্থ মানুষকে বিরক্ত করতে যথেষ্ট।এক্ষেত্রে তারা এতটুকু বোঝেনা যে শব্দহীনভাবে এটা করলে অন্যকে কষ্ট দেওয়া হয়না অথবা কাছের ওয়াশরুমে গিয়ে যথাসম্ভব অল্প শব্দে এসব মুদ্রাদোষ সম্পর্কিত কাজ করতে পারে। রাস্তাঘাট,প্রতিষ্ঠান,কর্মস্থল বা বিশ্ববিদ্যালয়ের হল যে কারো পারিবারিক শৌচাগার নয় এই সাধারণ জ্ঞান এসব লোককে কে দেবে,বলুন তো?
মোবাাইল ফোনে জোরে কথা বলাঃ
আপনি
হঠাত্ করে বিকৃত স্বরে শব্দ করতে যেমন পারেন না ঠিক তেমনই পাশে কেউ থাকলে
আপনার মোবাইল ফোনে কথা বলাও সহনীয় পর্যায়ের স্বরে হওয়া উচিত।এটাকে ভদ্রতা
জ্ঞান বলে।সবচেয়ে ভদ্র আচরণ হয় প্রয়োজনীয় কথা কক্ষ বা ঐ জায়গার বাইরে গিয়ে
সমাপ্ত করে ফিরে আসা যাতে পাশের জনের সামান্য অসুবিধা না হয় । একই ভাবে
আপনি মোবাইলে বা অন্য কোন মাধ্যমে গান বাজালে নিজে যতটুকুতে শুনতে পারেন
ততটুকু শব্দ বৃদ্ধি করেন,সেটাই সৌজন্যতা। নিজের বাড়িতে বিকটস্বরে আকাশ
বাতাস কাঁপিয়ে হাঁচি দেন বলে অন্য কোথাও তাই করবেন না । আপনার পরিবার এসব
শব্দে অভ্যস্ত,আপনার আশেপাশের যে কেউ এসবে অভ্যস্ত এটা ভেবে বসে থাকলে
অন্যের উপর জুলুম করা হবে।আপনার আচরণ আপনাকে জুলুমবাজ হিসেবে নিয়ে আসতে
পারে ।
পরিবারকে সুন্দরভাবে উপস্থাপন করুনঃ
আপনার পরিবারের আচরণ পরিবারে করুন। বিকৃতশব্দ করা ,খকখক করে বিভত্স শব্দে গলা দিয়ে কফ টেনে আনা প্রতিনিয়ত উচ্চশব্দে কথা বলা, চুলকানো এসব অন্যের কষ্ট ও বিরক্তির কারণ যেমন হয় তেমনি আপনার প্রতিচ্ছবিকে নেতিবাচক করে দেয় বা দিতে সক্ষম । অতএব সাবধান হোউন ছোটখাটো আচরণে। ইতিবাচক ব্যক্তিত্ত্বের প্রকাশই আপনার আচরণ গন্তব্য হওয়া উচিত ।
সকলের দৈনিন্দন ব্যবহার বিধি সচেতনতা ও সৌজন্যতার প্রতিচ্ছবি হবে এটা মাথায় রেখেই ঘর থেকে বাইরে পা দিতে হয়-একটি সর্বজনগ্রাহ্য জীবন যাপন করতে ।
পরিবারকে সুন্দরভাবে উপস্থাপন করুনঃ
আপনার পরিবারের আচরণ পরিবারে করুন। বিকৃতশব্দ করা ,খকখক করে বিভত্স শব্দে গলা দিয়ে কফ টেনে আনা প্রতিনিয়ত উচ্চশব্দে কথা বলা, চুলকানো এসব অন্যের কষ্ট ও বিরক্তির কারণ যেমন হয় তেমনি আপনার প্রতিচ্ছবিকে নেতিবাচক করে দেয় বা দিতে সক্ষম । অতএব সাবধান হোউন ছোটখাটো আচরণে। ইতিবাচক ব্যক্তিত্ত্বের প্রকাশই আপনার আচরণ গন্তব্য হওয়া উচিত ।
সকলের দৈনিন্দন ব্যবহার বিধি সচেতনতা ও সৌজন্যতার প্রতিচ্ছবি হবে এটা মাথায় রেখেই ঘর থেকে বাইরে পা দিতে হয়-একটি সর্বজনগ্রাহ্য জীবন যাপন করতে ।