ইচ্ছে করে কাগজের ভাঁজে লিখে দিই-
'তোমার কথায় কষ্ট পেয়েছি'
আশ্বিনের সূচনা শীতল প্রকৃতির মাঝে
শেষ রাতে রাষ্ট্রঅন্ধকারে ক্ষীণ স্বরে বলি-
'যত যাই বলো তোমাকেই ভালবাসি '।
সত্যি বলতে ভালবাসা ছাড়া কিছু যে পারিনা ।
'তোমার কথায় কষ্ট পেয়েছি'
আশ্বিনের সূচনা শীতল প্রকৃতির মাঝে
শেষ রাতে রাষ্ট্রঅন্ধকারে ক্ষীণ স্বরে বলি-
'যত যাই বলো তোমাকেই ভালবাসি '।
সত্যি বলতে ভালবাসা ছাড়া কিছু যে পারিনা ।
আমার লেখা হয়না, বলাও হয়না
চক্রবৃদ্ধি হারে তোমার রূঢ়তা বৃদ্ধি পেয়ে
দিন কয়েক পরে ফিরে আসে ;
'তোমার প্রাণের অলঙ্কার আমি',তুমি বলো হেসে ।
আমার কখনোই কিছু করার থাকেনা
দুই হাত দিয়ে চোখ মোছা ছাড়া
আমি জীবনেও কিছু ভাবতে পারিনা ।
১৮ অক্টোবর, ২০১৪
চক্রবৃদ্ধি হারে তোমার রূঢ়তা বৃদ্ধি পেয়ে
দিন কয়েক পরে ফিরে আসে ;
'তোমার প্রাণের অলঙ্কার আমি',তুমি বলো হেসে ।
আমার কখনোই কিছু করার থাকেনা
দুই হাত দিয়ে চোখ মোছা ছাড়া
আমি জীবনেও কিছু ভাবতে পারিনা ।
১৮ অক্টোবর, ২০১৪