সর্বশেষ

নব্যপ্রেমিকা

নব্যপ্রেমিকা
প্রেম প্রেম অনুভূতিগুলোকে ঔপনিবেশিক দাসত্বে বন্দি করে,
আগ্রাসন চালিয়ে আমার কর্তৃত্বে,
ভালবাসার সংমিশ্রণে পুঁজিবাদকে বাজারজাত,
হৃদয়ে একচেটিয়ে প্রহসনের কারবার করে
আমার সার্বভৌমত্ব গ্রাস করেছো,
হে সাম্রাজ্যবাদী অর্ধাঙ্গিনী,প্রেমময়ী নও।

১৯ অক্টোবর, ২০১৪
পাঠ অনুভূতি