ছওয়াবের আশায় যে লোকটা তসবির পর তসবি গুনছে
আখেরি মুনাজাতে চোখের পানিতে ভাসাচ্ছে মাঠের পর মাঠ
যার দাবড়িতে আশেপাশে রাস্তা খালি হয়ে যায়
আমি সেই লোকটারে দেখছি পরের আইল ঠেলতে,
দেখেছি গরীব কৃষকের ছেলেটারে গাইল দিতে ,
দেখেছি তার ছেলেরে কড়া নির্দেশ দিতে ,'তোরে কইছিনা ঐ জিকুর ছেলের সাথে মিশবিনা'
ইত্যাদি ।
এই লোকটা তসবিহ আর কপালের দাগের গাণিতিক হিসেবে ছওয়াবের বন্যায় ভাসায়া দিতে পারে জনপদ
অথচ কি নোংরা
অথচ কি বাজে এই লোকটা
অথচ কি অমানুষ সে ।
আখেরি মুনাজাতে চোখের পানিতে ভাসাচ্ছে মাঠের পর মাঠ
যার দাবড়িতে আশেপাশে রাস্তা খালি হয়ে যায়
আমি সেই লোকটারে দেখছি পরের আইল ঠেলতে,
দেখেছি গরীব কৃষকের ছেলেটারে গাইল দিতে ,
দেখেছি তার ছেলেরে কড়া নির্দেশ দিতে ,'তোরে কইছিনা ঐ জিকুর ছেলের সাথে মিশবিনা'
ইত্যাদি ।
এই লোকটা তসবিহ আর কপালের দাগের গাণিতিক হিসেবে ছওয়াবের বন্যায় ভাসায়া দিতে পারে জনপদ
অথচ কি নোংরা
অথচ কি বাজে এই লোকটা
অথচ কি অমানুষ সে ।
তো তারে কি ক্যাটেগরিতে ভাল বলা যাবে , ওগো সামাজিক গবেষণা ?
#ছওয়াব
#ছওয়াব
0 Comments