এই যে এইসব দিনগুলি চলে যায়
চলে যায় ছুটির মাঝে
ক্যাম্পাসের পথে পথে
তা কি ফের আসবে ?
চলে যায় ছুটির মাঝে
ক্যাম্পাসের পথে পথে
তা কি ফের আসবে ?
এই যে ইসহাক ভাইয়ের সাজেক ভ্যালে ছেড়ে জাবিতে আসা
আমাদের চলচ্চিত্র নির্মাণের কথকতা
এই যে এইসব দিনকালে
মোবারক ভাইয়ের তিন কাপ চা
এই সময় , এই সময়ের অনুভূতি আসবে কি ফিরে ?
যখন ছেড়ে যাবো প্রধান ফটক একদিন কাঁধে নিয়ে ব্যাগ অথবা ব্যাগহীন
তখন যখন ফিরে আসবো
পাবো কি দেখতে এই মনগুলো ?
তখন থাকবে কি অধিকার প্রান্তিকের ? ট্রান্সপোর্টের , জলসিঁড়ি ,মুক্তমঞ্চের ?
এই আকাশ , এই জারুল-জাম-কৃষ্ণচূড়া; এই লাল ইটের দুর্গ, এই শহীদ বেদী
এই মুরাদ-মহুয়া-মুন্নী কি বলবে কথা ?
তখন চিনবে কি ঐ স্বত্ত্বা আমাকে যে থাকবে
দক্ষিণের জানালাটা খুলে এই দুইশত তেরোতে ?
#স্মৃতিপ্রশ্ন
আমাদের চলচ্চিত্র নির্মাণের কথকতা
এই যে এইসব দিনকালে
মোবারক ভাইয়ের তিন কাপ চা
এই সময় , এই সময়ের অনুভূতি আসবে কি ফিরে ?
যখন ছেড়ে যাবো প্রধান ফটক একদিন কাঁধে নিয়ে ব্যাগ অথবা ব্যাগহীন
তখন যখন ফিরে আসবো
পাবো কি দেখতে এই মনগুলো ?
তখন থাকবে কি অধিকার প্রান্তিকের ? ট্রান্সপোর্টের , জলসিঁড়ি ,মুক্তমঞ্চের ?
এই আকাশ , এই জারুল-জাম-কৃষ্ণচূড়া; এই লাল ইটের দুর্গ, এই শহীদ বেদী
এই মুরাদ-মহুয়া-মুন্নী কি বলবে কথা ?
তখন চিনবে কি ঐ স্বত্ত্বা আমাকে যে থাকবে
দক্ষিণের জানালাটা খুলে এই দুইশত তেরোতে ?
#স্মৃতিপ্রশ্ন
0 Comments