এটি একটি অসময়ের আলাপন
শর্তের বেড়াজালে আবদ্ধ যুবকের অস্বচ্ছ অর্থবোধক প্রলাপ,
উষ্ণ শীতের রাতে হাঁটা কারো চিন্তায়
এটি একটি শিশির ছোঁয়া মানবিক কবিতা ।
যার চাঞ্চল্যে ঘরদুয়ার, লম্বা পথ, বিদ্যালয়ের বিস্তৃত আঙিনা
সুপ্রলয় আনন্দ নৃত্যের মোহনা গড়ে,
প্রিয় গাঁদা ফুলের নিষ্কলঙ্ক হলদে আভা যার অবিমিশ্রিত শরীরে,
সময় পেলেই যে স্বত্ত্বা নিঃসঙ্গ অভিবাসনের সুযোগ খোঁজে এই হৃদয়ে-
সত্যি বলতে এটি তাঁর অপ্রত্যক্ষ স্তুতি,
যাঁকে আমি সানন্দে বলি শিশির ছোঁয়া মানবী ।
যাঁর কথায় শিশুসুলভ অগুনিত শব্দ ঝরে,
ধারাবাহিক বেদনাকে যে সুখে রূপান্তরিত করে
একদম স্পষ্টভাষী সে;রেগে গেলেও চোখমুখে সুমিষ্ট স্বাদ,
সবিস্ময়ে অবিভূত হয়ে দেখেছিলাম যাঁর বিধ্বংসী আগমনী-
সে আদি সৌন্দর্য,আকর্ষণের কেন্দ্রবিন্দু শিশির ছোঁয়া মানবী ।
২৪.১০.২০১৪
শর্তের বেড়াজালে আবদ্ধ যুবকের অস্বচ্ছ অর্থবোধক প্রলাপ,
উষ্ণ শীতের রাতে হাঁটা কারো চিন্তায়
এটি একটি শিশির ছোঁয়া মানবিক কবিতা ।
যার চাঞ্চল্যে ঘরদুয়ার, লম্বা পথ, বিদ্যালয়ের বিস্তৃত আঙিনা
সুপ্রলয় আনন্দ নৃত্যের মোহনা গড়ে,
প্রিয় গাঁদা ফুলের নিষ্কলঙ্ক হলদে আভা যার অবিমিশ্রিত শরীরে,
সময় পেলেই যে স্বত্ত্বা নিঃসঙ্গ অভিবাসনের সুযোগ খোঁজে এই হৃদয়ে-
সত্যি বলতে এটি তাঁর অপ্রত্যক্ষ স্তুতি,
যাঁকে আমি সানন্দে বলি শিশির ছোঁয়া মানবী ।
যাঁর কথায় শিশুসুলভ অগুনিত শব্দ ঝরে,
ধারাবাহিক বেদনাকে যে সুখে রূপান্তরিত করে
একদম স্পষ্টভাষী সে;রেগে গেলেও চোখমুখে সুমিষ্ট স্বাদ,
সবিস্ময়ে অবিভূত হয়ে দেখেছিলাম যাঁর বিধ্বংসী আগমনী-
সে আদি সৌন্দর্য,আকর্ষণের কেন্দ্রবিন্দু শিশির ছোঁয়া মানবী ।
২৪.১০.২০১৪