সর্বশেষ

দুইটি সর্বনাশা চোখ ও হারিয়ে যাওয়া প্রসঙ্গে


তবে সর্বনাশ যা হওয়ার ততক্ষণে তা হয়ে গেছে
একটি গ্রাম্য নীলচোখা বালিকারে দেখে;
শুধু কথা হলোনা এবং সে জানলোও না যে আমার আর কোনকালে ফেরা হবেনা
কোন কারো ঘরে;তাঁর প্রাচ্যপশ্চিমা চোখ আমাকে নিখোঁজ করেছে
আমারই কাছে।

অথচ
আমি তাঁরে চিনিনা,
প্রতীমার মতই সে ডুবে গেছে সন্ধ্যার লোকেদের ভীড়ে
আমারে অকালে জলহীনে ডুবিয়ে
চাপা ব্যথা-দুইটি সর্বনাশা চোখ ও আমার হারিয়ে যাওয়া প্রসঙ্গে !

২৪.১০.২০১৫
পাঠ অনুভূতি