আমি স্পার্টাকাসকে দেখিনি, আমি দেখেছি এক লেীহমানব বাঙালিকে
যার হৃদয়জুড়ে সন্তানের প্রতি ভালবাসা, সবুজের প্রতি প্রেম
যার হাতে নির্মিত হয় জাতির ভবিষ্যৎ স্বপ্নগুলেঅ
অসাধারণ সেই মানুষের চলাফেরায় সাধারণের ছোঁয়া, যার হাতে গড়া বাংলাদেশের একমা্ত্র
আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটি
যার বিচরণ এখনো ছড়ায় কিংবদন্তির সেীরভ
যার কর্মফুলগুলোর পাঁপড়ি এখনো ফুটে আছে জাহাঙ্গীরনগরের লাল ইট আর সবুজ সমুদ্রের গায়ে
যার শ্রম আর আন্তরিকতার চিহ্ণ এখনো বলে পিচঢালা পথ, যার কীর্তিতে উজ্জ্বল নাম
আজ জাহাঙ্গীরনগর
আমি তাঁকে দেখেছি, আমরা তাঁকে দেখেছি।
তাঁর আগমনী দিনে আমরা পেয়েছি এক কিংবদন্তির দেখা,
তিনি অমর যিনি আধুনিক জাহাঙ্গীরনগরের সফল নির্মাতা ।
আপনার আগমনী দিনে এই কবিতাটি ছাড়া কিছু দেবার ক্ষমতা নেই আমার স্যার।অনেক সুস্থভাবে দীর্ঘজীবী হোউন এই দোয়া সব সময়।
শুভ জন্মদির প্রিয় অভিভাবক ও স্যার। বেঁচে থাকুন অনেক দিন। দেশ ও জাতি আপনার মত এমন মানুষের প্রতিক্ষায় থাকে বছরের পর বছর।