সর্বশেষ

সাজ্জাদ শরীফ ও ঠক ঠক ঠক

নিশ্চয়ই আগামী বই মেলায় প্রথমা থেকে আসছে বব ডিলানের গানের সর্বোৎকৃষ্ট অনুবাকর্ম “ঠক ঠক ঠকঃ ঠক কিউব” । লিখেছেন সাজ্জাদ শরীফ।কর্মরতঃদৈনিক হাতিবাহাদুরের আলু ।
বব ডিলান নিয়ে ব্যবসা চলবে । হতাশ হওয়ার কারণ নাই । খালি উপন্যাস আর গল্প আর কবিতা অনুবাদ করে অর্থ উপার্জন করা যাবে এই এলিটত্ত্ব ভাইঙ্গা ফেলত হবে। গানে কি করছে? গানানুবাদ শুরু করার জন্য সাজ্জাদ শরীফরে ঠক ঠক ক্যাটেগরির শুভেচ্ছা । ঠগ ঠগ ঠগ । খবু শিগগির হিন্দি গানের অনুবাদ কাজে হাত দেয়া যায় । কারণ দেশে হিন্দি গানের ভক্ত নিঃসেন্দেহে বব ডিলানের ইংরেজি এমনকি বাংলাদেশের গানের চেয়েও বেশি । এই সম্ভাবনাময় খাতকে ভেস্তে দিতে আমরা পারিনা । কি কন?
পাঠ অনুভূতি