সর্বশেষ

আল বেরুনী হল বিজয়ী

বছরের এই সময়ে প্রথম ক্রিকেট ম্যাচ খেললাম আজ । আল বেরুনী হল বিজয়ী হয়েছে মওলানা ভাসানী হলের সঙ্গে। ভাসানী হলের এই শোচনীয় পরাজয়ে আমার ছোট্র অবদান আছে। একেবারে প্রথম ব্যাট করতে নেমে দুইটা ছক্কা, একটা চার ও কয়েকটা সিংগেল নিয়ে ছক্কা মারতে গিয়ে সীমানার চার আঙ্গুল দূরে ক্যাচ আউট হয়েছি। যাহোক,বছরখানেক অনুশীলন না করেও যা খেলেছি তা খারাপ না। তাছাড়া ২ ওভার বল করে দুইটি উইকেট নিয়েছি ।

ফারুক,আরিফ,সিয়াম,জালাল,রাজু,জাকির,মুরাদ,বান্না,তানভীর, অভিক ও সজিবকে ধন্যবাদ।সবার পরিশ্রমের ফলে আল বেরুনী হলের এ বিজয়।ভাসানী হলের বন্ধুদেরও ধন্যবাদ । দুপুরে ক্লাস না করতে পেরে মন খারাপ থাকলেও খেলতে গিয়ে ভাল লেগেছে ।

২১.১০.২০১৪
পাঠ অনুভূতি